Vikrant Massey: আমার প্রযোজকদের কখনও ক্ষতির সম্মুখীন হতে হয়নি: বিক্রান্ত মেসি
Vikrant Massey:আমি ছকের বাইরে গিয়ে ভাল গল্প বলা এবং নিজেকে একজন অভিনেতা হিসাবে উপস্থাপন করতে সক্ষম: বিক্রান্ত মেসি

কলকাতা: 'পাঠান' ব্য়তীত বেশকিছুদিন কোনও ছবিই ভাল ব্য়বসা করতে পারেনি বলিউডে। ফলে বলা যায় খুব একটা ভাল সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছে না বলিপাড়া। আর এই সময়ে দাঁড়িয়ে অভিনেতা বিক্রান্ত মেসি একটি সাক্ষাৎকারে জানালেন যে, তাঁর প্রযোজকদের কখনও ক্ষতির সম্মুখীন হতে হয়নি। কারণ তাঁর কাজের তালিকায় একের পর এক হিট ছবি। পাশাপাশি অভিনেতা জানান, 'আমি বছরে চারটি, কখনও পাঁচটি ছবি করছি। দেশের সেরা প্রযুক্তিবিদদের সঙ্গে কাজ করছি, আমার প্রযোজকদের কেউ ক্ষতির সম্মুখীন হয়নি তা আমি গর্ব করে বলতে পারি। বিনোদনের ব্যবসায় আমাদের জীবন, মানুষের উপর নির্ভরশীল, এবং মানুষ যদি এখন ফোনে সিনেমা বা সিরিজ দেখে সন্তুষ্ট থাকে, তাহলে তাই হোক।'
তিনি আরও বলেন, "আমি ছকের বাইরে গিয়ে একটি ভাল গল্প বলা এবং নিজেকে একজন অভিনেতা হিসাবে উপস্থাপন করতে সক্ষম। বিষয়বস্তু গুরুত্বপূর্ণ হওয়া উচিত, আপনি যে মাধ্যমই যান না কেন। এভাবেই আমি আমার কাজ করে যেতে চাই।"
আরও পড়ুন...
Ritwik Ghatak Biopic: ঋত্বিক ঘটকের জীবনের অজানা গল্প এবার ছবির পর্দায়, আসছে 'অলক্ষে ঋত্বিক'
প্রসঙ্গত, বিক্রান্ত মেসিকে এর আগে দেখা গেছিল 'গ্য়াসলাইট'-এ। ৩১শে মার্চ মুক্তি পেয়েছিল এই ছবি। বিক্রান্ত মেসির পাশাপাশি ছবিতে ছিল চিত্রাঙ্গদা সিং (Chitranga Singh) ও সারা আলি খান (Sara Ali Khan)।
'গ্যাসলাইট' (Gaslight)-এরপরিচালক পবন কৃপালানি বলেছেন,'গ্যাসলাইট একটি সাসপেন্স থ্রিলার, ছবিটি আপনাকে গভীরভাবে ভাবাবে এবং গল্প যত এগোবে তত দেখা যাবে রহস্য়ের একাধিক বাঁক ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যা আগে থেকে অনুমান করা যায় না। সারা আলি খান, বিক্রান্ত মেসি এবং চিত্রাংদা সিং-এর মতো অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। পাশাপাশি, ডিজনি+ হটস্টারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পেরে আমি আপ্লুত।'
কিছুদিন আগে, চিত্রাঙ্গদা জানিয়েছিলেন, বিক্রান্ত মেসি অভিনয়ের ক্ষেত্রে বারবার ছক ভেঙেছেন। তবে তাঁর ভাল ছেলের চরিত্র থেকে বেরিয়ে ভিলেনের চরিত্রে অভিনয় করা উচিত। কারণ এখানে তিনি নিজেকে আরও ভাল করে এক্সপ্লোর করতে পারবেন, এবং দর্শকও খুব পছন্দ করতে তাঁকে এই ভূমিকায় দেখতে। তিনি আরও জানান,সারা এবং বিক্রান্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। দুজনেই বলিউডে প্রচুর কাজ করেছেন এবং এই ছবির কাস্টিং-এ তাঁরা দুজনই যথাযথ'।






















