এক্সপ্লোর
Advertisement
ভোপালে শ্যুটিং করতে গিয়ে 'মাথায় বন্দুক লেগে' গুরুতর আহত নোরা ফতেহি
স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হলেন অভিনেত্রী নোরা ফতেহি। সম্প্রতি ভোপালে 'ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া'র শুটিংয়ে ব্যস্ত ছিলেন নোরা।
মুম্বই: স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হলেন অভিনেত্রী নোরা ফতেহি। সম্প্রতি ভোপালে 'ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া'র শুটিংয়ে ব্যস্ত ছিলেন নোরা। সেখান থেকে ফিরেই নোরা জানালেন, ছবিটিতে বহু আবেগঘন মুহূর্তে অভিনয় করতে হয়েছে তাঁকে। সেই সঙ্গে বেশ কিছু অ্যাকশন-দৃশ্যও ছিল 'ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া'য়। সেরকমই একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন তিনি।
ঠিক কী ঘটেছিল? নোরা জানান, একটি দৃশ্যে তাঁর কোনও সহ-শিল্পী ভুলবশত হাতে থাকা বন্দুকটি ছুঁড়ে দেন। সেটি সোজা গিয়ে লাগে নোরার কপালে। কপালের অনেকটা অংশ কেটে যায়। রক্তও বের হয় অনেকটা। কিন্তু পরিচালকের হাতে সময় খুব কম ছিল আর শুটিং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতেই হত। সে জন্যই নোরা কাজ থামাননি।
এই ছবিতে নোরা ছাড়াও মুখ্য চরিত্রে আছেন অজয় দেবগন, সোনাক্ষী সিনহা, সঞ্জয় দত্ত প্রমুখ।
এই ছবিতে অজয়কে দেখা যাবে, ভারতীয় বায়ুসেনার পাইলট বিজয় কার্নিকের ভূমিকায়। ৭১-এ ভারত-পাক যুদ্ধের সময় বিজয় কার্নিকই ছিলেন ভূজ এয়ারবেসের দায়িত্বে।
ছবিতে সোনাক্ষীর চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। এক সমাজকর্মীর ভূমিকায় তাঁকে দেখা যাবে। তাঁর চরিত্রটির নাম সুন্দরবেন জেঠা। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের সময় ইনিই মাধোপুরের মহিলাদের বুঝিয়ে ছিলেন যাতে রানওয়ে তৈরির কাজে হাত লাগান।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নোরা অভিনীত 'স্ট্রিট ডান্সার থ্রিডি'। বক্স অফিসে সাফল্যের হাসি হেসেছে ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement