Nusrat Jahan: হাতে ডালা, দরগায় চাদর উড়িয়ে শবে বরাত পালন নুসরতের
একই দিনে দোল ও শবে বরাত। সোশ্যাল মিডিয়ায় নায়িকার স্টেটাসে পাশাপাশি জায়গা করে নিয়েছিল দুই উৎসবই। আর হোলির দিন মসজিদে গিয়ে, চাদর উড়িয়ে শবে বরাত উদযাপন করলেন অভিনেত্রী নুসরত জাহান
কলকাতা: একই দিনে দোল ও শবে বরাত। সোশ্যাল মিডিয়ায় নায়িকার স্টেটাসে পাশাপাশি জায়গা করে নিয়েছিল দুই উৎসবই। আর হোলির দিন মসজিদে গিয়ে, চাদর উড়িয়ে শবে বরাত উদযাপন করলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও পোস্ট করেছেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, সালোয়ার স্যুট, মুখে মাস্ক, মাথায় ওড়নার আবরণে সেজেছেন নুসরত। প্রথা মেনে অংশ নেন প্রার্থনায়। নমাজ পড়েন এক মনে। ওড়নায় মাথা ঢেকে দুয়া চাইতেও দেখা যায় তাঁকে। ধাগা বা মনস্কামনা পুরণের জন্য সুতো বাঁধেন দরগায়। আশীর্বাদ স্বরূপ দরগা থেকে নায়িকার গায়ে জড়িয়ে দেওয়া হয় হলুদ রঙা চাদর। হাতে বেঁধে দেওয়া হয় লাল-হলুদ তাগা। দর্শনার্থীদের হাতে ফলের প্যাকেটও তুলে দিতে দেখা যায় নুসরতকে।
আরও পড়ুন: নববর্ষে সৌমিত্র চট্টোপাধ্যায়কে রুপোলি পর্দায় ফিরিয়ে আনছেন পরমব্রত
সদ্য সংসদে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন নুসরত। সেখান থেকেও সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো ছবি, রিল ভাগ করে নিয়েছেন তিনি। সম্ভবত সেখানেই কোনও এক দরগায় পালন করেছেন শবে বরাত। চিরকালই সমস্ত উৎসবকে উদযাপন করতে ভালোবাসেন নুসরত। ঈদ হোক বা দুর্গাপুজো, নুসরতকে দেখা যায় স্বমহিমায়।
সদ্য যশের সঙ্গে বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন নুসরত। সূত্রের খবর, ‘গান বাংলা চ্যানেল’-এর কর্ণধার ফারজানা মুন্নির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশে গিয়েছিলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মিমি চক্রবর্তী ও (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় বিয়েবাড়ির ছবি শেয়ার করে নিয়েছেন যশ ও নুসরত দুজনেই। গাঢ় নীল লেহঙ্গার ওপর রুপোলি কাজ করা লেহঙ্গা চোলি বেছে নিয়েছিলেন নুসরত। সঙ্গে ভারি গয়না বেছে নিয়েছিলেন তিনি। মাথায় ছিল ফুলের সাজও।
সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে নিয়েছেন যশও। স্টিচড ধুতি, বন্ধগলা কোট পরেছিলেন যশ। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। তবে একসঙ্গে কোনও ছবি শেয়ার করেননি তাঁরা। সাজের ছবি শেয়ার করে নিয়েছিলেন মিমিও। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নুসরত বা যশের সঙ্গে কোনও ছবি ভাগ করে নেননি তিনি।