Mihir Das Death: অভিনেতা মিহির দাস প্রয়াত, শোকপ্রকাশ পিএমও-র, বুধবার ওড়িশায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
Mihir Das Death: মিহিরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওড়িয়া ছবির জগতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ভুবনেশ্বর: প্রয়াত ওড়িশার জনপ্রিয় (Odia Cinema) অভিনেতা মিহির দাস (Mihir Das)।হৃদরোগে আক্রান্ত হয়ে গত মাসে প্রথম হাসপাতালে ভর্তি হন তিনি। পাশাপাশি কিডনির সমস্যাও ছিল। কয়েক বছর ধরেই ডায়ালিসিসে ছিলেন। সম্প্রতি কটকের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। বেশ কিছু দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃত্যকালে বয়স হয়েছিল ৬৩ বছর।
মিহিরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওড়িয়া ছবির জগতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দফতর থেকেও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। টুইটারে লেখা হয়, ‘ওড়িয়া অভিনেতা মিহির দাসজির মৃত্যুতে শোকাহত। দীর্ঘ কেরিয়ারে বহু মানুষের মন জয় করেছেন উনি। ওঁর পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।’’
Saddened by the demise of noted Odia actor Shri Mihir Das Ji. During his long film career, he won many hearts thanks to his creative performances. My thoughts are with his family and admirers. Om Shanti: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 11, 2022
মিহিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। মঙ্গলবার রাতে কটকের বাড়িতেই থাকছে মিহিরের মরদেহ। বুধবার সকালে সতীচৌরা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মিহিরের।
১৯৫৯ সালের ১৭ ফেব্রুয়ারি ময়ূরভঞ্জেক বারিপদ শহরে জন্ম মিহিরের। আর্ট ফিল্ম ‘স্কুল মাস্টার’ ছবির মাধ্যমে অভিনয়ে পদার্পণ তাঁর। বাংলা ছবিতেও অভিনয় করেছেন মিহির। সঙ্গীত শিল্পী সঙ্গীতা দাস তাঁর স্ত্রী। ২০১০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঙ্গীতা। মিহির এবং সঙ্গীতার ছেলে অম্লান দাসও অভিনেতা।
দীর্ঘ তিন দশকের কেরিয়ারে ওড়িশা সরকারের তরফে ‘লক্ষ্মী প্রতিমা’ এবং ‘ফেরিয়া মো সুনা ভাউনি’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান মিহির। ‘মু তাতে লভ করুচি’ ছবির জন্য সেরা কৌতুকাভিনেতার পুরস্কারও পান মিহির।