Lalit Modi-Sushmita Sen Update: 'মেসেজের উত্তর দিন সুস্মিতা', প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে ললিত মোদির কথোপকথন ভাইরাল
Lalit Modi-Sushmita Sen: গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেরাতের একটা ট্যুইটের পর থেকেই কার্যত তোলপাড়া হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম
মুম্বই: ট্যুইট, বিয়ের জল্পনা, পাল্টা ট্যুইট। বৃহস্পতিবার দুটি মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যম। অবশ্য তাঁরা নিজেরাই চেয়েছিলেন তাঁদের সম্পর্কের কথা সবাইকে জানাতে। আর তাই, প্রেমের স্বীকারোক্তি করতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছিলেন ক্রিকেট দুনিয়ার পরিচিত নাম ললিত মোদি (Lalit Modi)।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধেরাতের একটা ট্যুইটের পর থেকেই কার্যত তোলপাড়া হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম। প্রথমে বিয়ের খবর নিয়ে বিভ্রান্তি আর তারপরেই ট্যুইটারে স্পষ্ট ঘোষণা, বিয়ে নয়, এ তো প্রেম। 'ডেটিং'। ট্যুইট জুড়ে প্রাক্তন বিশ্বসুন্দরীর ছবি ও প্রসঙ্গ থাকলেও ট্যুইটটি করেছিলেন ললিত মোদি (Lalit Modi)। সোশ্যাল মিডিয়ায় নতুন সম্পর্ক আর জীবনের নতুন মোড় নিয়ে অকপট একটা ট্যুইট। আর সেই ট্যুইটেই আগুনের মত ছড়িয়ে পড়ল সুস্মিতা সেন (Sushmita Sen) আর ললিত মোদির সম্পর্কের খবর।
আরও পড়ুন: Shamshera Title Track: প্রকাশ্যে 'শামশেরা'র টাইটেল ট্র্যাক, ডাকাত রূপে কতটা ভয় ধরালেন রণবীর?
@LalitKModi ;) gotcha 47!!
— sushmita sen (@thesushmitasen) April 27, 2013
এরপরেই ভাইরাল হয়েছে সুস্মিতা সেনের সঙ্গে ললিত মোদির কথোপকথনের পুরনো ট্যুইট। সেই ট্যুইটের কথোপকথনে এক জায়গায় প্রাক্তন বিশ্বসুন্দরীর প্রতি ললিতের আর্জি, 'আমার এসএমএস-এর রিপ্লাই করুন'। ট্যুইটের নিচে লেখা সাল বলছে, ট্যুইটটি ২০১৩ সালের। সেই ট্যুইট দেখে এক নেটিজেনের মন্তব্য, 'কখনও হাল ছাড়া উচিত নয়।' একজন আবার লিখেছেন, '৯ বছর বাদে উত্তর এল।'
আরও পড়ুন: Pushpa The Rise: ভারতীয় ছবি হিসেবে নতুন রেকর্ড গড়ল 'পুষ্পা-দ্য রাইজ'
গতকাল থেকে অবশ্য সম্পর্কের বিষয়ে কোনও কথা বলেননি সুস্মিতা। আজ সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা লেখেন, 'আমি ভীষণ খুশি আছি। বিবাহিত নই, কোনও আংটিও নেই। নিঃশর্ত ভালোবাসায় জড়িয়ে আছি। যথেষ্ট বিবরণ, বিবৃতি দেওয়া হয়ে গিয়েছে। এবার জীবনে আর কাজে ফেরা যাক। সবসময় আমার খুশি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
@thesushmitasen reply my SMS
— Lalit Kumar Modi (@LalitKModi) April 27, 2013