Karan on Anushka: আড়াল থেকে অনুষ্কার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলাম: কর্ণ জোহর
Karan Johar on Anushka Sharma: সদ্য ভাইরাল হয়েছে কর্ণের সাক্ষাৎকারের একটি অংশ। সেখানে কর্ণের পাশেই বসে রয়েছেন অনুষ্কা। কর্ণ বলছেন, 'আমি অনুষ্কাকে বিচার না করেই ওর কেরিয়ারটাকে শেষ করে দিতে চেয়েছিলাম।'
কলকাতা: ভাল হোক বা মন্দ, তাঁর প্রভাব নাকি রয়েছে বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীর কেরিয়ারে। তিনি নাকি অনেকেরই কেরিয়ার নষ্ট করেছেন, আবার গড়েও দিয়েছেন। তবে এক সাক্ষাৎকারে এসে সবার সামনে অকপটে কর্ণ জোহর (Karan Johar) জানিয়েছিলেন, তিনি নাকি নায়িকা অনুষ্কা শর্মা (Anushka Sharma)-র প্রথম ছবিতে তাঁকে সুযোগ দিতে বাধা দিয়েছিলেন পরিচালক আদিত্য চোপড়াকে (Aditya Chopra)।
২০০৮ সালে মুক্তি পায় রব 'নে বনা দি জোড়ি' (Rab Ne Bana Di Jodi)। শাহরুখ খান (Shah Rukh Khan)-এর বিপরীতে বলিউড চেনে এক নতুন নায়িকাকে। অনুষ্কা শর্মা। বক্সঅফিসে ভালই ব্যবসা করেছিল এই ছবি। তারপরে অবশ্য পিছন ফিরে তাকাতে হয়নি অনুষ্কাকে। নিজের মেধা দিয়ে, অভিনয় ক্ষমতা দিয়েই তিনি জায়গা করে নিয়েছেন বলিউডে। তবে তিনি 'নে বনা দি জোড়ি'-তে শাহরুখের বিপরীতে অভিনয় করেন, তা নাকি চাননি কর্ণ।
সদ্য ভাইরাল হয়েছে কর্ণের সাক্ষাৎকারের একটি অংশ। সেখানে কর্ণের পাশেই বসে রয়েছেন অনুষ্কা। কর্ণ বলছেন, 'আমি অনুষ্কাকে বিচার না করেই ওর কেরিয়ারটাকে শেষ করে দিতে চেয়েছিলাম।' কর্ণ জানান, যখন প্রথম 'রব নে বানা দি জোড়ি' ছবির জন্য অনুষ্কার ছবি কর্ণকে দেখিয়েছিলেন আদিত্য, তখন তাঁর সঙ্গে চুক্তি করতে বাধা দিয়েছিলেন কর্ণ। সেই সময়ের এক প্রথম সারির নায়িকার সঙ্গে চুক্তি করার উপদেশ দিয়েছিলেন তিনি। এমনকি ছবি মুক্তির পরেও তা তেমন মন দিয়ে দেখেননি কর্ণ। কারণ, অনুষ্কার থেকে তাঁর নাকি কোনও প্রত্যাশাই ছিল না।
কর্ণ বলেন, 'এরপরে আমি 'ব্যান্ড বাজা বারাত' (Band Baja Barat) ছবিটি দেখি। তারপরেই অনুষ্কাকে ফোন করি। শুধু ওর অভিনয়ের প্রশংসা করার জন্য নয়, ওর কাছে ক্ষমা চাওয়ার জন্য। না জেনেই আমি অনুষ্কার মতো একটা প্রতিভার কেরিয়ার গ্রাফ নষ্ট করে দিতে যাচ্ছিলাম।' পাশে বসে হাসিতে ফেটে পড়েন নায়িকা।
'I totally wanted to murder Anushka Sharma's career' - Karan Johar confesses to Rajeev Masand & Anupama Chopra in 2016. Said in jest, I'm sure, but still a worthy point in the raging insider-outsider debate. pic.twitter.com/8JNLp8Kyud
— Apurva (@Apurvasrani) April 6, 2023
সদ্য ভাইরাল হয়েছে পুরনো এই সাক্ষাৎকার। যদিও কর্ণের এই স্বীকারোক্তিকে ভাল চোখে দেখেননি বলিউডের একাংশ। এই ট্যুইটটি বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri) লিখেছেন, 'একই মানুষের শখই হল কেরিয়ার তৈরি বা ধ্বংস করা। বলিউড কিছু মানুষের এমন 'ব্যাকরুম' রাজনীতির জন্য দোষী হয়ে যায় বার বার।'
Someone’s only hobby is to make or break careers. If Bollywood is in gutter, it’s because of some people’s dirty ‘backroom’ politics against talented outsiders. https://t.co/GNPRjiW5ry
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 6, 2023
আরও পড়ুন: Salman Khan: 'আমরা হিন্দুস্তানে থাকি', ওটিটি কনটেন্টের শালীনতা নিয়ে মুখ খুললেন সলমন খান