Om Mimi on Laxmi Puja: 'ছোটবেলায় পাড়ায় আলপনা দিয়ে দিতেন সবার বাড়িতে, বিনিময়ে মিলত ভোগ', গল্পে ওম-মিমি
Om Mimi: বিয়ের পরে নিজের বাড়িতে লক্ষ্মীপুজো শুরু করেছিলেন মিমি। গতবছর থেকে। এই বছরেও অন্যথা হল না সেই পুজোর।
![Om Mimi on Laxmi Puja: 'ছোটবেলায় পাড়ায় আলপনা দিয়ে দিতেন সবার বাড়িতে, বিনিময়ে মিলত ভোগ', গল্পে ওম-মিমি Om Mimi on Laxmi Puja: Actor Om Sahani and Mimi Dutta shares their Laxmi Puja story with ABP Ananda Om Mimi on Laxmi Puja: 'ছোটবেলায় পাড়ায় আলপনা দিয়ে দিতেন সবার বাড়িতে, বিনিময়ে মিলত ভোগ', গল্পে ওম-মিমি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/09/3813d826e0576b5f8ddd143edda70a67166532123324449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ছোটবেলায় অভিনেতার বাড়িতে লক্ষ্মীপুজো হত না। কিন্তু তিনি দারুণ আলপনা দিতে পারেন, এই সুখ্যাতি ছিলই। তাই আশেপাশের বাড়ি থেকে আলপনা দেওয়ার জন্য ভাড়া করে নিয়ে যাওয়া হত তাঁকে। বিনিময়ে টাকা নয়, মিতল ভোগ! আজ, নিজের বাড়ির লক্ষ্মীপুজোয় এবিপি আনন্দকে লক্ষ্মীপুজোর একাল সেকালেন গল্প শোনালেন ওম সাহানি (Om Sahani) আর মিমি দত্ত (Mimi Dutta)।
বিয়ের পরে নিজের বাড়িতে লক্ষ্মীপুজো শুরু করেছিলেন মিমি। গতবছর থেকে। এই বছরেও অন্যথা হল না সেই পুজোর। নিজের হাতে সমস্ত আয়োজন করেন মিমি। এবিপি আনন্দকে মিমি বললেন, 'এই পুজোটা আমার হলেও আমার মা, শ্বশুর, শাশুড়ি সবাই উপস্থিত থাকেন। আমায় সাহায্য করেন। ওঁদের সাহায্য ছাড়া এই পুজোটা করা সম্ভব হত না আমার পক্ষে।'
আরও পড়ুন: Neel Trina on Laxmi Puja: ৫০-৬০টা লুচি একাই ভেজে ভোগের আয়োজন, লক্ষ্মীপুজোর আয়োজনে তৃণার সঙ্গী নীল
প্রতি বছরের মতো এই বছরেও নিজেই পাঁচালি পড়বেন মিমি। অভিনেত্রী বলছেন, 'ছোটবেলা থেকেই মা-কে দেখেছি, পাঁচালি পড়ে যাবতীয় আয়োজন করেন। আমিও সেটাই চেষ্টা করি। তবে মা প্রতি বছরই নিয়মগুলো বলে দেন।'
ওমের পছন্দ আলপনা দেওয়া, ফুল সাজানো। অভিনেতা বলছেন, 'ছোটবেলায় আমাদের বাড়িতে লক্ষ্মীপুজো হত না। বাড়িতে ছট হত, লক্ষ্মী গণেশ পুজো হত। ছোট থেকেই আলপনা দিতে ভালো লাগে আমার। আশেপাশের বাড়ি থেকে আমায় নিয়ে যেত আলপনা দিতে। বদলে আমায় ভোগ দেওয়া হত। ভোগ খেতে ভীষণ ভালোবাসি আমি।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)