এক্সপ্লোর
Advertisement
ভাবছেন প্লাস্টিক সার্জারি করবেন, দেখুন কী বীভত্স অবস্থা হয়েছে কিম করদেশিয়ানের!
নয়াদিল্লি: এখন বহু তারকা থেকে সাধারণ মানুষ, নিজের শরীরের কোনও অংশ নিয়ে খুশি না হলে, সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন প্লাস্টিক সার্জেনের কাছে। কিন্তু প্লাস্টির সার্জারি যে কতটা মারাত্মক হতে পারে, তা আরও একবার প্রমাণ করে দিলেন রিয়েলিটি টিভি তারকা কিম করদেশিয়ান। তাঁর চিকিত্সক নিজে সেকথা বলেছেন।
রিয়েলিটি টিভি তারকার চিকিত্সকের দাবি, কিম সম্প্রতি তাঁর পশ্চাতদেশের ফের অস্ত্রোপচার করিয়েছিলেন। এবার সেটার ফল একেবারেই বীভত্স হয়েছে। তাঁর শরীর এখন আর তাঁর নিয়ন্ত্রণে নেই। এরপরই তিনি বলেন, প্রত্যেকের এর থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। চিকিত্সক আর্ডন রলিনসের দাবি, প্রত্যেক মহিলার উচিত্ একবার কিমের সাম্প্রতিক অস্ত্রোপচার করার আগে রিয়েলিটি টিভি তারকার বিকিনি পরা সমস্ত ছবিগুলো দেখা। তাহলেই তফাত্টা বুঝতে পারবেন তাঁরা।
এখন অনেকেই তাঁর শরীরের বিভিন্ন অংশ বড় করতে আগ্রহী। কিন্তু অস্ত্রোপচার যে সবসময় তাঁর মনের মতো হবে, এমন কথা চিকিত্সাবিজ্ঞান দিতে পারে না, মত ওই ডাক্তারের। এরপর চিকিত্সক জানান, কিমের কোমর থেকে বাড়তি মেদ নিয়ে কেটে বসানো হয়েছিল পশ্চাতদেশে। ডাক্তারি পরিভাষায়, সমস্যা হল ‘প্রবলেম ফ্যাট’ শরীরের যেখান থেকে কেটে যেখানেই বসানো হোক, সেটা সাইজে বেড়েই যায়। কিমের ক্ষেত্রেও তাই হয়েছে। এছাড়া যেহেতু কিম দুবার অন্তঃসত্ত্বা হয়েছেন এবং বিভিন্ন সময় তাঁর ওজন বেড়েছে ও কমেছে, তার ছাপও পড়েছে কিমের ত্বকে। সেইজন্যে অস্বাভাবিক মাত্রায় বড় মাপের পশ্চাতদেশের চামড়াও কুঁচকে গেছে। অবশেষে এই সব কিছু দেখে এখনই শিক্ষা নিক তারকা থেকে সাধারণ মানুষ, মত বিশেষজ্ঞের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement