(Source: ECI/ABP News/ABP Majha)
Urfi-Orry Marriage Rumour: সর্বসমক্ষে চুম্বন! উরফির বিয়ের প্রস্তাবে রাজি ওরি? বলিউডে শীঘ্রই বাজবে সানাই?
Urfi-Orry: উরফি জাভেদ এবং ওরি, দু'জনেই খুব ভাল জানেন যে কীভাবে স্পটলাইট নিজেদের ওপর ধরে রাখতে হয়। আলোচনায় থাকতে তাঁদের জুড়ি মেলা ভার। এবার তাঁদের নিয়ে নতুন গুঞ্জন।
মুম্বই: শিরোনামে উরফি জাভেদ (Uorfi Javed)। সেই সঙ্গে বলিউডের 'বেস্ট ফ্রেন্ড' ওরি (Orry)। কী ব্যাপার? একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media) যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। পাপারাৎজিদের সামনেই ওরির গালে চুম্বন আঁকলেন উরফি। শোনা যাচ্ছে বিয়ের কথাও। কী ব্যাপার?
বিয়ে করবেন ওরি ও উরফি? সর্বসমক্ষেই প্রেম নিবেদন?
নানা কারণে প্রায়ই শিরোনামে থাকেন উরফি জাভেদ, এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তারকা ওরহান আওয়াতরামানি ওরফে ওরি। এদিন দু'জনকে স্বতঃস্ফূর্তভাবে আবেগঘন হতে দেখা গেল। ওরির গালে চুম্বন আঁকলেন উরফি, সকলের সামনেই।
গতকাল মুম্বইয়ে হালকা মেজাজেই পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন উরফি ও ওরি। সেখানেই ওরির গালে চুমু খেলেন উরফি। পাপারাৎজিরা মজার ছলেই প্রশ্ন করেন ওরিকে যে তিনি ফ্যাশন আইকন উরফিকে বিয়ে করতে চাইবেন কি না। উত্তরে সমান মজার ছলেই উত্তর দেন ওরি, 'কেন না, কে করবে না?' অবশ্যই গোটা বিষয়টাই খুব স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে, মজার ছলে। পাপারাৎজিদের এই প্রশ্ন করার কারণ তার আগেই মজা করে উরফিকে বলতে শোনা যায়, 'ওরি তো হ্যাঁ বলছেই না, নয়তো আমি তো বিয়ে করেই নেব'। এরপরেই হাসতে হাসতে উরফিকে বলতে শোনা যায়, 'আমার বিয়ে নিয়ে আপনাদের বিশাল চিন্তা'!
View this post on Instagram
আরও পড়ুন: Alia Bhatt Deepfake: ফের ডিপফেকের শিকার আলিয়া ভট্ট, 'ভয় ধরাচ্ছে AI', উদ্বেগ প্রকাশ নেটিজেনদের
বলাই বাহুল্য, উরফি জাভেদ এবং ওরি, দু'জনেই খুব ভাল জানেন যে কীভাবে স্পটলাইট নিজেদের ওপর ধরে রাখতে হয়। আলোচনায় থাকতে তাঁদের জুড়ি মেলা ভার। উরফি জাভেদের ফ্যাশন তাঁকে প্রথম প্রচারের আলোয় নিয়ে আসে, এবং তারপর 'বিগ বস ওটিটি'তে অংশগ্রহণ সেই খ্যাতি বাড়িয়ে তোলে। সাম্প্রতিককালে একাধিক হাইপ্রোফাইল পার্টিতে, তারকা সন্তানদের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছে। অন্যদিকে ওরিকে অজস্র সেলেব্রিটির সঙ্গে এক ফ্রেমে দেখা যায়, এবং সোশ্যাল মিডিয়া সেনসেশন হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। এদিনের ভিডিও দেখে পরিষ্কার বি-টাউনের নতুন বন্ধুত্ব গড়ে উঠছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।