এক্সপ্লোর
Advertisement
অস্কার পুরস্কার: মনোনয়ন পেল মালয়ালাম ছবি জাল্লিকাট্টু
দক্ষিণের জনপ্রিয় এবং বিতর্কিত ষাঁড়ের লড়াই নিয়ে জাল্লিকাট্টু তৈরি হয়েছে। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার জুরি বোর্ডের চেয়ারম্য়ান তথা পরিচালক রাহুল রায়াল বলেন, মানুষের দৈনন্দিন জীবনের সমস্য়া এই ছবিতে তুলে ধরা হয়েছে। একইসঙ্গে তুলে ধরা হয়েছে ষাঁড়ের কথাও।
মুম্বই: অস্কারের জন্য মনোনীত হল মালয়ালাম ছবি জাল্লিকাট্টু। আন্তর্জাতিক ফিচার ছবির ক্য়াটাগরিতে মনোনীত হয়েছে লিজো জোশ পেল্লিসেরি পরিচালিত এই ছবি। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া বুধবার ঘোষণা করেছে, ২৭টি ছবির মধ্যে ভারত থেকে একমাত্র মালয়ালাম ভাষার এই ছবিটি মনোনয়ন পেয়েছে।
দক্ষিণের জনপ্রিয় এবং বিতর্কিত ষাঁড়ের লড়াই নিয়ে জাল্লিকাট্টু তৈরি হয়েছে। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার জুরি বোর্ডের চেয়ারম্য়ান তথা পরিচালক রাহুল রায়াল বলেন, মানুষের দৈনন্দিন জীবনের সমস্য়া এই ছবিতে তুলে ধরা হয়েছে। একইসঙ্গে তুলে ধরা হয়েছে ষাঁড়ের কথাও। জাল্লিকাট্টু এমন এক ছবি যা নিয়ে ভারতীয়দের গর্ব করা উচিত বলে অভিমত রাহুলের।
ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া এদিন সাংবাদিক বৈঠকে জানায় হিন্দি, মারাঠি, মালায়ালাম ভাষার ২৭টি ছবির মধ্য়ে জুরি বোর্ড এই ছবিকে বেছে নিয়েছে। যার মধ্য়ে আছে ছপক, শকুন্তলা দেবী, ছলাঙ্গ, গুলাব সিতাব, ইব আল্লে ও, দ্য় স্কাই ইজ পিঙ্ক, দ্য় ডিসপল। সাংবাদিক বৈঠকে এদিন রাহুল পেল্লিসেরিকে দক্ষ পরিচালক বলেন। আঙ্গামালি ডাইরিজ, ইয়া মা ইয়াউ মতো ছবিতে পেল্লিসেরি দক্ষতা প্রমাণ করেছেন বলে মত রাহুলের। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে জাল্লিকাট্টু টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। ওই ফিল্ম ফেস্টিভ্য়ালে প্রবল সমালোচনার মুখে পড়ে। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন গিরিশ গঙ্গাধরন, সাউন্ড ডিজাইন করেছেন রেঙ্গানাথ রবি। গত বছর ভারতে ৫০ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের সম্মান পান লিজো জোশ পেল্লিসেরি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement