Netflix: ছোটদের ধরাছোঁয়ার মধ্যে 'অশ্লীল' কনটেন্ট নেটফ্লিক্সের! কী ব্যবস্থা ?
Netflix Receives Notice: 'সার্চ' বা পছন্দ অনুযায়ী বড়দের ব্যক্তিগত আগ্রহের কন্টেন্ট সহজেই শিশুদের হাতের মুঠোয় এসে যাচ্ছে, নেটফ্লিক্সের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ এনেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন।
মুম্বই: জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) নেটফ্লিক্সের (Netflix) বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)। বড়দের ব্যক্তিগত আগ্রহের কন্টেন্ট শিশুদের ধরাছোঁয়ার মধ্যে রাখার অভিযোগে ওটিটি প্ল্যাটফর্মকে মঙ্গলবার নোটিস পাঠিয়েছে NCPCR।
নেটফ্লিক্সকে নোটিস পাঠাল জাতীয় শিশু সুরক্ষা কমিশন
'সার্চ' বা পছন্দ অনুযায়ী বড়দের ব্যক্তিগত আগ্রহের কন্টেন্ট সহজেই শিশুদের হাতের মুঠোয় এসে যাচ্ছে, নেটফ্লিক্সের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ এনেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। নেটফ্লিক্স ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট (কন্টেন্ট) মণিকা শেরগিল ও পলিসি হেড অম্বিকা খুরানাকে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের দিল্লিতে ২৯ জুলাই সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
'সেভ কালচার, সেভ ভারত ফাউন্ডেশন'-এর তরফে প্রাক্তন সাংবাদিক উদয় মাহুরকরের অভিযোগের ভিত্তিতে এই নোটিস পাঠানো হয়েছে। 'সেভ কালচার, সেভ ভারত ফাউন্ডেশন'-এর অভিযোগ অনুযায়ী, নেটফ্লিক্স অবৈধভাবে তাদের প্ল্যাটফর্মে সবচেয়ে ভয়ঙ্কর পর্নোগ্রাফিক সামগ্রী প্রদর্শন করছে, যা অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ শিশুদের কাছে সহজলভ্য। এর আগেই, ১০ জুন নেটফ্লিক্সকে চিঠি পাঠানো হয়েছিল শিশু সুরক্ষা কমিশনের তরফে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে 'অ্যাকশন টেকন রিপোর্ট' (Action Taken Report) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই চিঠিতে। সময়সীমা বরাদ্দ ছিল ১০ দিন। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ।
উল্লেখ করা হয়েছে যে "অপ্রাপ্তবয়স্কদের কাছে নেটফ্লিক্সে অশ্লীল কন্টেন্টের সীমাহীন সহজলভ্যতা" POCSO আইন, ২০১২, ধারা ১১-এর অধীনে একটি অপরাধ। সংশ্লিষ্ট বিভাগে বলা হয়েছে যে, 'একজন ব্যক্তি একটি শিশুর ওপর যৌন হয়রানি করছেন বলে তখনই বলা হয় যখন সেই ব্যক্তি, যৌন অভিপ্রায় সহ, পর্নোগ্রাফিক উদ্দেশ্যে যে কোনও আকারে বা মাধ্যমে কোনও শিশুকে কোনও বস্তু দেখায়।' জাতীয় শিশু সুরক্ষা কমিশন নেটফ্লিক্সকে নোটিস পাঠিয়ে সতর্ক করে বলেছে যে এই নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ২৯ জুলাই সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।