এক্সপ্লোর
Bonny-Sourav: সাসপেন্স থ্রিলারে মুখোমুখি বনি-সৌরভ, প্রকাশ্যে এল 'ঝড়'-ছবিতে অভিনেতাদের লুক
Sourav Das and Bonny Sengupta: পর্দায় মুখোমুখি সৌরভ আর বনি, সাসপেন্স থ্রিলারে কেমন জমবে দ্বৈরথ?
![Sourav Das and Bonny Sengupta: পর্দায় মুখোমুখি সৌরভ আর বনি, সাসপেন্স থ্রিলারে কেমন জমবে দ্বৈরথ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/daff0cfba12ab714bcbd96a3708e2387173221158449849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পর্দায় মুখোমুখি সৌরভ আর বনি, সাসপেন্স থ্রিলারে কেমন জমবে দ্বৈরথ?
1/10
![ফের আরও একটি থ্রিলার। আরও একটা নতুন গল্প। ফের মুখোমুখি দুই অভিনেতা। বাস্তবে তাঁদের রীতিমতো সদ্ভাব থাকলেও, পর্দায় তাঁদের সমীকরণ একেবারেই আলাদা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/874d0b71f8a7545ec6378f4094996b8bc8aaf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফের আরও একটি থ্রিলার। আরও একটা নতুন গল্প। ফের মুখোমুখি দুই অভিনেতা। বাস্তবে তাঁদের রীতিমতো সদ্ভাব থাকলেও, পর্দায় তাঁদের সমীকরণ একেবারেই আলাদা।
2/10
![পর্দায় তাঁরা একে অপরের বিরোধী। একটি নতুন ছবি নিয়ে আসছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও সৌরভ দাস (Sourav Das)।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/0b4387bd897b6a1b1b3f8a661e045e63e2251.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পর্দায় তাঁরা একে অপরের বিরোধী। একটি নতুন ছবি নিয়ে আসছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও সৌরভ দাস (Sourav Das)।
3/10
![সঙ্গে রয়েছেন নতুন অভিনেত্রী অমৃতা। ছবির পরিচালনা করছেন, আন্থনি জেন। কালিম্পং শহর থেকে শুরু হবে তাঁদের গল্প।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/70ca8c8372349b8642072b68d2a467415374a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সঙ্গে রয়েছেন নতুন অভিনেত্রী অমৃতা। ছবির পরিচালনা করছেন, আন্থনি জেন। কালিম্পং শহর থেকে শুরু হবে তাঁদের গল্প।
4/10
![এই ছবির গল্প শুরু হল কালিম্পং শহরের একটি সকাল দিয়ে। ছবিতে মাইকেল নামের একটি চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/2f51b06d4e04a74db15b2c2306131f34d06b2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ছবির গল্প শুরু হল কালিম্পং শহরের একটি সকাল দিয়ে। ছবিতে মাইকেল নামের একটি চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে।
5/10
![অন্যদিকে একেবারে বিপরীত চরিত্রে দেখা যাবে সৌরভকে। একদিকে দেখা যায় মাইকেল স্যারকে, অন্যদিকে তিন চরিত্র জেন, মোনা, নাসিফা, শিখাকে দেখা যাবে একটি কলেজের হোস্টেলে। বনি অর্থাৎ মাইকেল জেনের বাবা-মাকে বুঝিয়ে তাকে কালিম্পং-য়ে পড়াতে নিয়ে এসেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/7a2badcbaea80bbe61d91c13ce3851e93de25.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে একেবারে বিপরীত চরিত্রে দেখা যাবে সৌরভকে। একদিকে দেখা যায় মাইকেল স্যারকে, অন্যদিকে তিন চরিত্র জেন, মোনা, নাসিফা, শিখাকে দেখা যাবে একটি কলেজের হোস্টেলে। বনি অর্থাৎ মাইকেল জেনের বাবা-মাকে বুঝিয়ে তাকে কালিম্পং-য়ে পড়াতে নিয়ে এসেছে।
6/10
![ছাত্রছাত্রীদের ওপর যথেষ্ট স্নেহ রয়েছে বনির। আর এই জেনের সঙ্গে আলাপ হয় সৌভিক বলে একটি ছেলের। তার সঙ্গে সম্পর্কে জড়ায় জেন। আর মাইকেল স্যরকে তার অভিভাবকের মতোই মনে করে। সবটা বেশ স্বাভাবিকভাবেই কাটছিল। কিন্তু হঠাৎ ঘটে যায় দুর্ঘটনা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/ca92c7124ec4ee03e9fee34f209423e24b1f6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছাত্রছাত্রীদের ওপর যথেষ্ট স্নেহ রয়েছে বনির। আর এই জেনের সঙ্গে আলাপ হয় সৌভিক বলে একটি ছেলের। তার সঙ্গে সম্পর্কে জড়ায় জেন। আর মাইকেল স্যরকে তার অভিভাবকের মতোই মনে করে। সবটা বেশ স্বাভাবিকভাবেই কাটছিল। কিন্তু হঠাৎ ঘটে যায় দুর্ঘটনা।
7/10
![ছবিতে দেখা যায়, জেন হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, কোমায়। আর হঠাৎই এই সময়ে কলেজ থেকে গায়েব হয়ে যায় একের পর এক মেয়ে। মোনা, নাসিফা, শিখা ও অন্যান্যরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/ffb0965e177cce42724d63eb7da84e1f13d20.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবিতে দেখা যায়, জেন হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, কোমায়। আর হঠাৎই এই সময়ে কলেজ থেকে গায়েব হয়ে যায় একের পর এক মেয়ে। মোনা, নাসিফা, শিখা ও অন্যান্যরা।
8/10
![ঘটনার পরিস্থিতি বুঝতে বুঝতেই সেখানে এসে হাজির হয় সৌরভ। রহস্যের মোড়কে আসা কে এই সৌরভ, তার চরিত্রের নামই বা কী.. সবটাই রহস্যাবৃত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/c585fe8bf25dce85efd0f9462f9663a06adf6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘটনার পরিস্থিতি বুঝতে বুঝতেই সেখানে এসে হাজির হয় সৌরভ। রহস্যের মোড়কে আসা কে এই সৌরভ, তার চরিত্রের নামই বা কী.. সবটাই রহস্যাবৃত।
9/10
![সিনেমার সঙ্গে সঙ্গে উদঘাটন হবে এই রহস্যের। কিন্তু সৌরভকে যে খলনায়কের চরিত্রে দেখা যাবে, এই কথা স্পষ্ট। ছবিটির নাম 'ঝড়'।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/2ee8bf66d19f69121752c74181a8a62a7de19.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিনেমার সঙ্গে সঙ্গে উদঘাটন হবে এই রহস্যের। কিন্তু সৌরভকে যে খলনায়কের চরিত্রে দেখা যাবে, এই কথা স্পষ্ট। ছবিটির নাম 'ঝড়'।
10/10
![ছবিতে অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায় ও অন্যান্য়রা। ছবিটির শ্যুটিং চলছে কলকাতা ও উত্তরবঙ্গে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/b296652006ddae4c902c58528e6e77ce77366.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবিতে অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায় ও অন্যান্য়রা। ছবিটির শ্যুটিং চলছে কলকাতা ও উত্তরবঙ্গে। "পিএস এন্টারটেইনমেন্ট" এর ব্যানারে পম্পা সাহার প্রযোজনাতে আসছে নতুন এই ছবি। সিনেমার সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সমিধ। আজ প্রকাশ্যে এল ছবির লুক
Published at : 21 Nov 2024 11:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)