Upcoming OTT Release: জমজমাট জুলাই, এক সপ্তাহেই ১২টি নতুন ছবি মুক্তি পাচ্ছে ওটিটিতে! রইল তালিকা
এই সপ্তাহের অনেক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একঝাঁক নতুন ছবি। দেখে নেওয়া যাক সেই তালিকা।
কলকাতা: করোনা পরিস্থিতিতে বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। বন্ধ সিনেমাহল, বাড়িতে বসেই মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনকেই বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন অনেকেই। এই সপ্তাহের অনেক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একঝাঁক নতুন ছবি। দেখে নেওয়া যাক সেই তালিকা।
অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে তেলুগু ছবি 'নারাপ্পা' (NARAPPA)। ছবিতে অভিনয় করছেন ভেঙ্কটেশ ডগ্গুবতী, প্রিয়ামণি, কার্তিক রথরাম। ছবিটি পরিচালনা করছেন শ্রীকান্ত আদ্দালা। দক্ষিণী তারকা ধনুশ অভিনীত 'আসুরান' ছবিটির রিমেক এই ছবিটি। 'ভেক্খাই' উপন্যাসের আদলে তৈরি হয়েছে এই ছবি।
আগামী ২১ জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে কানাড়িয়ান ছবি 'ইক্কত' (IKKAT)। ছবিতে অভিনয় করছেন নাগাভূষণ এন এস, ভূমিকা শেট্টি, সুন্দর ভিনা। ছবিটি পরিচালনা করছেন, 'এসাম খান ও হাসিন খান।' ছবিটির গল্প আবর্তিত হয়েছে করোনা পরিস্থিতিতে প্রেম ও বিভিন্ন মজার ঘটনাকে কেন্দ্র করে। ডিভোর্সের কম করোনা পরিস্থিতির জন্য একসঙ্গে থাকতে বাধ্য হয় এক দম্পতি।
সারপাট্টা পরমবারাই (SARPATTA PARAMBARAI) নামে এই তামিল ছবিটি ২২ জুলাই মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। ছবিতে অভিনয় করছেন আরিয়া, দুসারা বিজয়ন, পশুপতি ও অনুপমা কুমার। ছবিটি পরিচালনা করেছেন পিএ রঞ্জিত। ১৯৮০ সালের একটি পিরিয়ড ড্রামা এটি।
২৩ জুলাই জি ফাইভে মুক্তি পাবে ১৪ ফেরে (14 PHERE) ছবিটি। ছবিতে অভিনয় করছেন বিক্রান্ত মেসি, কৃতি খারবান্দা, গৌহর খান। ছবিটি পরিচালনা করছেন দেবাংশু সিংহ। একটি সোশ্যাল কমিডি ড্রামা এই ছবিটি। নায়ক নায়িকার বিয়ে ও পারিবারিক সমস্যাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির গল্প।
নেটফ্লিক্সে আগামী ২৩ তারিখ মুক্তি পাবে 'ফিলস লাইক ইশক' (FEELS LIKE ISHQ) ছবিটি। এখানে অভিনয় করেছেন, রাধিকা মন্দন, অমল পারাসর, রোহিত শরফ, মিহির আহুজা, সিমরান জেহানি ও শাবা আজাদ। ছবিটি পরিচালনা করেছেন তাহিরা কশ্যপ, আনন্দ তিওয়ারি, দানিশ আসলাম, জয়দীপ সরকার, সচিন কুন্দলকর ও রুচির অরুণ।
২৩ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে শিল্পা শেট্টি, পরেশ রাওয়াল অভিনীত ও ও প্রিয়দর্শন পরিচালিত কমেডি ছবি 'হাঙ্গামা ২' (HUNGAMA 2 )। এইদিনই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে 'স্কাই রোজো সিজন ২' (SKY ROJO season 2 )। অন্যদিকে অ্যাপেল টিভিতে ২৩ তারিখেই মুক্তি পাচ্ছে 'টেড ল্যাসো সিজন ২' (TED LASSO season 2 )।
২৩ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে 'দ্য লাস্ট লেটার ফ্রম ইওর লাভার' (THE LAST LETTER FROM YOUR LOVER)। ওইদিনই অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে 'হোটেল ডেজ' (HOSTEL DAZE season 2)।
২৩ জুলাই 'হইচই' তে মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত প্রথম ওয়েবসিরিজ মার্ডার 'ইন দ্য হিলস' (MURDER IN HILLS)। ছবিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, সন্দীপ্তা সেন, অনিন্দিতা বোস ও অঞ্জন দত্ত।
২৪ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে 'কিংডম-আসিন অফ দ্য নর্থ' (KINGDOM: ASHIN OF THE NORTH)।