এক্সপ্লোর
Advertisement
সলমনের সঙ্গে মনোমালিন্য ? ‘অ্যা ফ্লাইং জাঠ’ থেকে বাদ অরিজিৎ, এলেন আতিফ আসলাম
করাচি: বলিউডকে নিজের সৃষ্টি দিয়ে ‘তুম হি হো’, ‘শোচ না সাকে’, ‘মুসকুরানে’-এর মতো একের পর হিট ট্র্যাক উপহার দিলেও, ফের তাঁকে সরিয়ে দেওয়া হল রিমো ডি সুজা পরিচালিত ছবি ‘অ্যা ফ্লাইং জাট’ থেকে। সূত্রের খবর, তাঁর জায়গায় এসেছেন পাকিস্তানি গায়ক আতিফ আসালাম।
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, প্রথমে ২৯ বছরের অরিজিৎকে ‘সুপার হিরো’র এই ছবিতে গান গাওয়ার জন্যে ডাকা হয়েছিল। পরে ছবির জন্যে গান গেয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ। যদিও এবিষয়ে ছবির সঙ্গীত পরিচালক সচিন-জিগারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এরকম কোনও ঘটনাই ঘটেনি। অরিজিৎকে দিয়ে এই ছবিতে কোনও গান গাওয়ানোই হয়নি, পুরোটাই গুজব।
তবে অরিজিৎ-এর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, এই পৃথিবীতে কোনও কাজেই কেউ অপরিহার্য নয়। ডাক্তার হোক বা গায়ক, একজনকে সরিয়ে আরেক জন অনায়সেই সেখানে চলে আসে। তবে এই প্রথমবারের জন্যে ‘গেরুয়া’র গায়ককে সরিয়ে দেওয়া হল না কোনও প্রজেক্ট থেকে। এর আগে সলমনের সঙ্গে মনোমালিন্যর জেরে ‘সুলতান’ ছবিতে অরিজিৎ-এর গাওয়া ‘জগ ঘুমাইয়া’ গানটি সরিয়ে দিয়ে রাহাত ফতে আলি খানকে দিয়ে ফের গাওয়ানো হয়েছিল।
এই ছবিতে অভিনয় করেছেন টাইগার শ্রফ-জ্যাকলিন ফার্নান্ডেজ। ছবিটি পর্দায় মুক্তি পাবে আগামী ২৫ অগাস্ট।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফুটবল
জেলার
জেলার
Advertisement