Panchami Birthday: বিয়ের বাসরে কেক কাটা, প্রেমিকের উপহার, জন্মদিন কেমন কাটল 'পঞ্চমী' সুস্মিতার?
Panchami Sushmita Birthday: অনির্বাণ রায় আর ছোটপর্দার 'অপরাজিতা অপু' ওরফে সুস্মিতার সম্পর্কের কথা কারও অজানা নয়। সুস্মিতার জন্মদিনের আগের দিন ছিল অনির্বাণের দাদার জন্মদিন
কলকাতা: ধারাবাহিকের সেট থেকে শুরু করে ব্যক্তিগত জীবন.. জন্মদিনের সারাটা দিন সুস্মিতাময়। ছোটপর্দার পঞ্চমীর জন্মদিন ছিল শনিবার। বিবাহ বাসরে সাদা পোশাকে অপরূপা হয়ে কেক কাটা থেকে শুরু করে ধারাবাহিকের সেটে উদযাপন, রাতে ঘরোয়া খাওয়া দাওয়া.. জন্মদিন কেমন কাটল ছোটপর্দার 'পঞ্চমী'-র?'
অনির্বাণ রায় আর ছোটপর্দার 'অপরাজিতা অপু' ওরফে সুস্মিতার সম্পর্কের কথা কারও অজানা নয়। সুস্মিতার জন্মদিনের আগের দিন ছিল অনির্বাণের দাদার জন্মদিন। বিয়ের অনুষ্ঠানে আইভরি ও রুপোলি কাজের লেহঙ্গায় হাজির ছিলেন সুস্মিতা। মাথায় গোলাপ, খোলা চুলে সুন্দরী বার্থ ডে গার্ল। সেই বিয়ের অনুষ্ঠান শেষে সেখানেই পালন করা হয় সুস্মিতার জন্মদিন।
মনের মানুষকে খুশি করতে সবরকম আয়োজন করেছিলেন অনির্বাণ। সুস্মিতার জন্য হাজির ছিল লাল সাদা বিশাল কেক। মঞ্চেই হাঁটু গেড়ে বসে সুস্মিতাকে ভালবাসা সমর্পণ অনির্বাণের। তাঁর হাতে উপহার হিসেবে তুলে দিলেন দামি ফোন। আর আইভরি লেহঙ্গায় লজ্জায় লাল সুস্মিতা, হাসি উপচে পড়ছে তাঁর।
আরও পড়ুন: Dev: টলিউডে ১৭ বছর, অভিনেতা নয়, অন্য পরিচয়ে সেটে হাজির হয়ে স্মৃতিচারণা দেবের
ধারাবাহিক পঞ্চমীর সেটেও চলে সুস্মিতার জন্মদিন উদযাপন, সেখানেও আনা হয়েছিল কেক। রাজদীপ থেকে শুরু করে অদিতি, ছবি শেরা করে সবাই ভালবাসা জানান বার্থ ডে গার্ল পঞ্চমীকে। অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হয় গোলাপ। এরপর জন্মদিনের রাতটা কাটে বাড়িতেই। ঘরোয়া আয়োজন আর পছন্দের খাবারে। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram