Panchayat 4 trailer: ট্রেলার মুক্তির দিনই চমক! নতুন রেকর্ড গড়তে চলেছে ওয়েব সিরিজ 'পঞ্চায়েত'
Panchayat 4 Record: এর আগে 'পঞ্চায়েত'-এর ৩টি সিজন মুক্তি পেয়েছে। এই নিয়ে পঞ্চায়েতের চতুর্থ সিজন মুক্তি পেতে চলেছে

কলকাতা: আজই অ্যামাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পেয়েছে 'পঞ্চায়েত সিজন ৪' (Panchayat Season 4)-এর ট্রেলার। আর মুক্তির পড়েই এই ট্রেলার দেখে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ। সবাই জানতে আগ্রহী ছিলেন, কবে আসছে 'পঞ্চায়েত'-এর নতুন সিজন। অবশেষে প্রকাশ্যে এল সেই দিন। এই আগে জানা গিয়েছিল, ২ জুলাই মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। বর্তমানে জানা যাচ্ছে, ওয়েব সিরিজ মুক্তির দিন এগিয়ে এসেছে। ২ জুলাই নয়, ২৪ জুন আসছে 'পঞ্চায়েত'-এর নতুন সিজন।
নয়া রেকর্ড গড়বে 'পঞ্চায়েত সিজন ৪'
এর আগে 'পঞ্চায়েত'-এর ৩টি সিজন মুক্তি পেয়েছে। এই নিয়ে পঞ্চায়েতের চতুর্থ সিজন মুক্তি পেতে চলেছে। কোনও ভারতীয় ওয়েব সিরিজ হিসেবে প্রত্যেকটা সিজনে এতটা সাফল্য পাওয়া মুখের কথা নয়। দর্শকদের বিচারে অন্যতম সেরা ওয়েব সিরিজ হতে চলেছে 'পঞ্চায়েত'। এই তালিকায় 'আশ্রম' এবং 'ক্রিমিনাল জাস্টিস' আগে থেকেই রয়েছে। তিনটি শো-ই OTT-তে দর্শকদের আস্থা ধরে রেখেছে এবং প্রতি সিজনের সঙ্গে তাদের জনপ্রিয়তা বেড়েছে। যেখানে টিভিতে দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান চলা সাধারণ বিষয়, সেখানে ডিজিটাল প্ল্যাটফর্মে একটানা ৪টি সিজন পর্যন্ত টিকে থাকা একটি বড় সাফল্য হিসেবে ধরা হয়।
'পঞ্চায়েত' ওয়েব সিরিজে সারল্য়কেই অন্যতম এক্স ফ্যাক্টর বলে মনে করা হয়। 'ফুলেরা' গ্রাম পঞ্চায়েত আর সেই পঞ্চায়েতকে ঘিরেই গ্রামের সবার জীবন যেভাবে আবর্তিত হয় সেটাই তুলে ধরা হয় এই ওয়েব সিরিজের গল্পে। এখানে বিভিন্ন চরিত্র রয়েছে, কিন্তু কোনোও চরিত্রকেই ঠিক খল চরিত্র বলে মনে নিতে ইচ্ছে করে না। প্রত্যেকটা চরিত্রের মধ্য়েই যেন একটা অদ্ভুত সারল্য রয়েছে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, 'আশ্রম' এবং 'ক্রিমিনাল জাস্টিস'-এর পর সবচেয়ে বেশি সিজন হওয়া ও জনপ্রিয়তার বিচারে 'পঞ্চায়েত' যৌথভাবে ১ নম্বর স্থান নিতে চলেছে। ডিজিটাল কনটেন্টের দুনিয়ায় এটি একটি নতুন রেকর্ডও বটে।
আজ অ্যামাজন প্রাইমের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয়েছে 'পঞ্চায়েত'-এর নতুন ট্রেলার। আর সেখানেই প্রকাশ্যে এসেছে নতুন মুক্তির দিন। এর আগে কথা ছিল, ২ জুলাই মুক্তি পাবে 'পঞ্চায়েত'-এর নতুন সিজন। আজ প্রকাশ্যে এসেছে, ২ জুলাই নয়, পঞ্চায়েত-এর নতুন সিজন মুক্তি পাবে জুন মাসের ২৪ তারিখ। অর্থাৎ, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। চলতি মাসেই মুক্তি পাচ্ছে পঞ্চায়েত-এর নতুন সিজন। আর এবারের সিজন জুড়ে দেখা যাবে পঞ্চায়েত নির্বাচন। লড়বেন মঞ্জু দেবী আর ক্রান্তি দেবী।
View this post on Instagram





















