Panchayat 3: 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এ সুযোগ দেননি, অনুরাগ কাশ্যপকে কটাক্ষ 'পঞ্চায়েত' খ্যাত অভিনেতার
Pankaj Jha: গ্যাংস অফ ওয়াসিপুরে (Gangs of Wasseypur) সুলতান কুরেশি চরিত্রের জন্য যদিও পঙ্কজ ঝাকেই প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল। তবু পরে দেখা যায় ছবিতে পঙ্কজ ত্রিপাঠীই এই চরিত্রে অভিনয় করছেন।
নয়াদিল্লি: টিভিএফের জনপ্রিয় সিরিজ 'পঞ্চায়েত'-এর জন্য বিখ্যাত হয়েছেন অভিনেতা পঙ্কজ ঝা (Pankaj Jha)। এই সিরিজে তাঁর অভিনীত বিধায়কজীর চরিত্র যেন সকলের মনে পাকা জায়গা করে নিয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পঙ্কজ ঝা জানান যে, অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) পরিচালনায় 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিতে সুলতান কুরেশির চরিত্রটি অভিনয় করার কথা ছিল তারই। কিন্তু তাঁর বদলে সেই চরিত্র দিয়ে দেওয়া হয় পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi)। আর এই প্রসঙ্গেই পরিচালক অনুরাগ কাশ্যপকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
গ্যাংস অফ ওয়াসিপুরে (Gangs of Wasseypur) সুলতান কুরেশি একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র। যদিও পঙ্কজ ঝাকেই প্রাথমিকভাবে এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল। তবু পরে দেখা যায় ছবিতে পঙ্কজ ত্রিপাঠীই এই চরিত্রে অভিনয় করছেন। এর আগে 'গুলাল' এবং 'ব্ল্যাক ফ্রাইডে' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন পঙ্কজ ঝা এবং অনুরাগ কাশ্যপ। পঙ্কজ ঝা জানান, পাটনাতে ছবির শ্যুটিং করার সময়েই অনুরাগ কাশ্যপের কাছ থেকে 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। পঙ্কজ জানিয়েছিলেন যে, মাত্র দু-দিনের মধ্যেই তিনি কাশ্যপের সঙ্গে দেখা করবেন। কিন্তু তাঁর ফিরে আসার আগেই সেই চরিত্রটি পঙ্কজ ত্রিপাঠীকে দিয়ে দেওয়া হয়েছিল।
সাক্ষাৎকারে তাঁকে যখন প্রশ্ন করা হয় যে এই ইন্ডাস্ট্রির আভ্যন্তরীণ রাজনীতি তাঁকে প্রভাবিত করে কিনা, তাঁর উত্তরে পঙ্কজ ঝা স্পষ্টই বলেন, এই ব্যাপারে মনে আঘাত লাগাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে তাদেরকে জেতার সুযোগ করে দেওয়া হবে যারা সবসময় পিছন থেকে ছুরি মারেন। এই প্রসঙ্গেই কথা বলতে বলতে অভিনেতা পঙ্কজ ঝা বলেন যে, 'সত্যা', 'গুলাল'-এর মত ছবি যেমন অভিনেতাদের তৈরি করে, তেমনি পরিচালককেও তৈরি করে। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এমন অনেক মানুষ আছেন যারা আদপে এতটাই ভীরু এবং মেরুদণ্ডহীন যে তারা প্রতিশ্রুতি রাখতে পারেন না। তবে অতীতের কথাকে বেশি গুরুত্ব না দিয়ে অভিনেতা বলেন যে তিনি অনুরাগকে আজও ভালবাসেন এবং তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ আর নেই।
ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তন ছাত্র কমেডি সিরিজ অভিনেতা পঙ্কজ ঝা 'পঞ্চায়েত'-এ বিধায়ক চন্দ্রকিশোর সিং চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও মীরা নায়ারের 'মনসুন ওয়েডিং' ছবির হাত ধরেই তাঁর অভিনয়জীবন শুরু হয়। তারপর ২০২২ সালে 'কোম্পানি', 'মাতৃভূমি', হাজারোঁ খোয়াইশেঁ, আইসি (২০০৩), আনোয়ার (২০০৭) ছবিতে উল্লেখযোগ্য কিছু চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে, 'আজ নয়', কবে যাবেন জানালেন অভিনেত্রী