Pankaj Tripathi New Movie: কৈলাস খেরের কন্ঠে শ্রীরামকে নিয়ে গান, মুক্তি পেল 'ম্যায় অটল হুঁ'-র 'রাম ধুন'
Pankaj Tripathi Songs: 'ম্যায় অটল হুঁ' ছবিটি পরিচালনা করেছেন রবি যাদব। ছবিটির মুখ্যচরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। তিনি অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন।
মুম্বই: ছবির গল্প থেকে শুরু করে কাস্টিং, লুক.. সব মিলিয়ে এই ছবি নিয়ে যে দর্শকদের একটি আলাদা উৎসাহ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেটা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)-র লুক। অনেকেই নাকি কার্যত অভিনেতাকে চিনতেই পারেননি অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)-এর লুকে তাঁকে দেখে। আর এবার প্রকাশ্যে এল, ছবির নতুন গান।
২৫শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল 'ম্যায় অটল হুঁ' (Main Atal Hoon)-র প্রথম গান। সেটি ছিল জুবিন নটিয়ালের (Jubin Nautiyal) কণ্ঠে 'দেশ পহলে' (Desh Pehle)। এই গানটি শ্রোতাদের মনে খুব ধরেছে। এবার প্রকাশ্যে এল এই ছবির দ্বিতীয় গান। গানটির নাম, 'রাম ধুন' (Ram Dhun)। গানটি গেয়েছেন বিখ্যাত সংগীতশিল্পী কৈলাস খের (Kailash Kher)।
প্রযোজক সংস্থা 'হিটস মিউজিক' (Hitz Music) তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই গানের একটি ছোট অংশ শেয়ার করেছে। সেই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, 'জব ধুন্কি লাগি রাম নাম কী, ভুল গয়ে সব কাম'। ক্যাপশনে ছবি রিলিজের তারিখও উল্লেখ করা আছে। ছবিটি চলতি বছরের ১৯শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে। গানটি ইতিমধ্যেই শুনে ফেলেছেন অনেকে, প্রশংসাও করেছেন। তবে শুধু গান নয়, যে টুকরো টুকরো ভিস্যুয়াল দেখা গিয়েছে, সেটা দেখেই দর্শক প্রশংসা করেছেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi) ও কৈলাস খের-এর। আজ দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনেও আয়োজন করেছিলেন ছবির নির্মাতারা। গানটির লেখক ও গায়ক কৈলাস খের। 'রাম ধুন' গানটির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে শ্রী রামের প্রতি ভক্তিভাব।
'ম্যায় অটল হুঁ' ছবিটি পরিচালনা করেছেন রবি যাদব (Ravi Yadav)। ছবিটির মুখ্যচরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। তিনি এখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি লিখেছেন ঋষি বীরমণি (Rishi Virmani) ও রবি যাদব।
ট্রেলার লঞ্চের সময়, পঙ্কজ ত্রিপাঠি পঙ্কজ ত্রিপাঠি প্রকাশ্যে এনেছিলেন, তিনি কীভাবে অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তিনি তাঁর কলেজ জীবনের একটি স্মৃতির কথাও বলেছিলেন সেই সময়ে। কলেজে পড়াকালীন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে (Akhil Bharatiya Vidyarthi Parishad) যুক্ত হয়েছিলেন পঙ্কজ। যুব শাখায় কাজ করতেন তিনি। আন্দোলনে যোগদান করেছিলেন, এক সপ্তাহের জন্য জেলও খেটেছিলেন। তখনই নাকি তিনি বুঝে গিয়েছিলেন যে, রাজনীতির পথে অনেক কাঁটা থাকে। তাই তিনি থিয়েটারের দিকে মনোনিবেশ করেন। সেই সময় তিনি পাটনায় কালিদাস রঙালয়ে (Kalidas Rangalaya) ভর্তি হন। সেই থেকে তাঁর অভিনয়ের যাত্রা শুরু।
আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখ নয়, 'ডর'-এ অভিনয়ের অফার প্রথমে গিয়েছিল আমির, অজয়ের কাছে!