Pankaj Tripathi Update: 'জানি না এটা বাস্তব না পরাবাস্তব', পেশাগত জীবন নিয়ে মন্তব্য পঙ্কজ ত্রিপাঠীর
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী তাঁর স্বপ্ন ও আকাঙ্খা সম্পর্কে বিস্তারিত জানান। বলেন, 'আমি আদতে যা স্বপ্ন দেখেছিলাম তার থেকে অনেকটা এগিয়ে গেছে আমার জীবন।'
মুম্বই: সিনেমা হোক বা ওয়েব সিরিজ। সর্বত্র দাপিয়ে অভিনয় করছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তাঁর দক্ষ অভিনয় ক্ষমতায় বারবার মুগ্ধ করেছেন সকল সিনেপ্রেমীকে। 'স্ত্রী' সিনেমায় তাঁর অভিনয় হোক বা 'মির্জাপুর' ওয়েব সিরিজে, প্রত্যেকটা চরিত্র অভিনবভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। সম্প্রতি বিপুলভাবে প্রশংসিত তাঁর 'মিমি' ছবিটি। সেখানে তাঁর 'ভানু' চরিত্রটি বিশেষ উল্লেখের দাবি রাখে।
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী তাঁর স্বপ্ন ও আকাঙ্খা সম্পর্কে বিস্তারিত জানান। তাঁকে সেই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, যে তিনি তাঁর স্বপ্ন জয় করতে পেরেছেন কিনা। উত্তরে অভিনেতা জানান, 'হ্যাঁ, সেরকম বলতেই পারেন। যে পরিমাণ কাজ নিয়ে আমি ব্যস্ত, তা সত্যিই স্বপ্নের মতো পরিস্থিতি। আমার স্বপ্ন যদিও এর থেকে ছোটই ছিল। আমি আদতে যা স্বপ্ন দেখেছিলাম তার থেকে অনেকটা এগিয়ে গেছে আমার জীবন।'
বিহারের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন পঙ্কজ ত্রিপাঠী। তিনি সাক্ষাৎকারে আরও জানান, 'এটা সত্যির থেকেও অনেক বেশি কারণ আমি কখনও ভাবিনি যে আমার জীবনে এমন কিছু ঘটবে। তাই, আমি জানি না এটা বাস্তব না পরাবাস্তব।'
সম্প্রতি কৃতি শ্যানন অভিনীত 'মিমি' ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠীকে। সমালোচক ও দর্শকেরা ছবিটির ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। তবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর ভালই সাফল্য অর্জন করেছে ছবিটি।
অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী হাতে অবশ্য এখন বেশ কয়েকটি ইন্টারেস্টিং ছবির কাজ রয়েছে। পরিচালক কবীর খানের পরবর্তী ছবি '83' (এইট্টি থ্রি)-তে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের জয় নিয়ে তৈরি হচ্ছে 'এইট্টি থ্রি' সিনেমাটি। সেই সময়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিখ্যাত অভিনেতা রণবীর সিংহকে। কপিল দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।