Parambrata Chatterjee: নিজেই ভূতে ভয় পান, অথচ 'হরর' গল্প শোনাতে তৈরি পরমব্রত!
Chiranjeet Chakraborty: পরমব্রতের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তিনি একটি মাইথোলজিক্যাল হরর ছবি তৈরি করবেন। এই সিরিজের হাত ধরেই সেই ইচ্ছা পূরণ করেন তিনি
কলকাতা: পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)-র পরিচালনায় ওয়েব সিরিজে আসছেন চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty) এই খবর তো ইতিমধ্যেই সবার জানা। সৌভিক চক্রবর্তী লেখা , নীরেন্দ্রনাথ ভাদুড়ির চরিত্রকে কেন্দ্র করে একটি গল্পকেই ওয়েব সিরিজের পর্দায় তুলে ধরবেন পরমব্রত। আজ মুক্তি পেল 'পর্ণশবরীর শাপ'-এর ট্রেলার।
চিরঞ্জিত ছাড়াও এই সিরিজে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), অনিন্দিতা বসু (Anindita Bose) ও অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay)। পরমব্রত চট্টোপাধ্যায়ের এই ওয়েব সিরিজে তুলে ধরা হবে একটি মাইথোলজিক্যাল হরর গল্প। ভাদুড়ি মশাই চরিত্রকে সার্থকভাবে চিরঞ্জিত ফুটিয়ে তুলবেন বলেই আশা পরিচালকের। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই সিরিজের শ্যুটিং। আর আজ মুক্তি পেল এই সিরিজের ট্রেলার। ১০ নভেম্বর হইচই (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।
পরমব্রতের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তিনি একটি মাইথোলজিক্যাল হরর ছবি তৈরি করবেন। এই সিরিজের হাত ধরেই সেই ইচ্ছা পূরণ করেন তিনি। অন্যদিকে, এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে খুশি চিরঞ্জিতও। আজ, ছবির ট্রেলার মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছিল উত্তর কলকাতার বসুবাটিকে। হরর ছবির ট্রেলার মুক্তির জন্য আদর্শ স্থান বটে। এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে পরমব্রত বলেছিলেন, 'যাঁরা ইতিমধ্যেই সিরিজটি দেখে ফেলেছেন, তারা সবাই বলেছেন সিরিজটি বেশ জমাটি ও গা শিরশিরে।' ভূতের ছবি তৈরি করলেও, পরমব্রত নিজে ভূতে বেজায় ভয় পান অবশ্য।
শুধু হরর সিরিজ নয়, এই বছর 'হইচই' বেশ কয়েকটি সাহিত্যধর্মী ওয়েব সিরিজও নিয়ে আসছে। এরমধ্যে অন্যতম হল অদিতি রায় (Aditi Roy) পরিচালিত 'পরিণীতা' (Parineeta)। আগে এই গল্পকে বলিউড পর্দায় তুলে ধরেছিল। বিদ্যা বালন (Vidya Balan) ও সইফ আলি খান (Saif Ali Khan) অভিনয় করেছিলেন মুখ্যচরিত্রে। অদিতির এই ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)-কে। এর আগে দেবচন্দ্রিমা হইচইয়ের একটি ওয়েব সিরিজ 'পলাশ'-এ অভিনয় করেছেন। নতুন এই সিরিজে আশা করা যায় দেবচন্দ্রিমাকে নতুন ভূমিকায় দেখা যাবে।
View this post on Instagram
আরও পড়ুন: Sudipa Agnidev: অস্ত্রোপচার সফল অগ্নিদেবের, এখন কেমন আছেন সুদীপার স্বামী?