Parineeti Chopra: পরিণীতির বিয়ে নিয়ে কী চিন্তায় ছিলেন? রাঘবের সঙ্গে বাগদান হতেই মুখ খুললেন অভিনেত্রীর মা
Raghav Chadha: ১৩ তারিখ বাগদান সারেন রাঘব পরিণীতি। অনেকেই ভেবেছিলেন পরিণীতির বিয়ে নিয়ে চিন্তায় ছিলেন তাঁর মা। একাধিকবার, বিভিন্ন সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, তিনি একা, কোনও প্রেম করছেন না
কলকাতা: বাগদান সেরেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। রাঘব চড্ডা (Raghav Chaddha)-র সঙ্গে আংটিবদল করেছেন তিনি। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের গুঞ্জন ছিল। অবশেষে, সেই জল্পনাতেই আংটিবদল করলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করে নিয়েছেন তাঁরা। .
আর, বাগদান মিটে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন মা রিনা। মেয়ে আর জামাইয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রিনা লেখেন, 'জীবনে এমন কিছু মুহূর্ত আছে, সেটা বিশ্বাস করিয়ে দেয় মাথার ওপর ভগবান আছেন। এই ঘটনাটা ঠিক এমনই। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ওদের আশীর্বাদ করবেন।'
১৩ তারিখ বাগদান সারেন রাঘব পরিণীতি। অনেকেই ভেবেছিলেন পরিণীতির বিয়ে নিয়ে চিন্তায় ছিলেন তাঁর মা। একাধিকবার, বিভিন্ন সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, তিনি একা, কোনও প্রেম করছেন না। একাধিকবার প্রেম ভাঙায় পরিণীতি কে নিয়ে কি চিন্তায় ছিলেন মা রিনা? হয়তো তাই, আর সেই কারণেই বাগদান পর্যন্ত মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। পাপারাৎজিরা বার বার বিয়ে নিয়ে প্রশ্ন করলেও মুখ খোলেননি পরিণীতি। রাঘবও অবশ্য বিয়ে সংক্রান্ত কিছুই জানাননি। কেবল পাপারাৎজিতে ক্যামেরাবন্দি করতে পেরেছিলেন তাঁদের।
গত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে রয়েছে আম আদমি পার্টি নেতা রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁদের সম্পর্ক নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হলেও কখনওই নিজেরা কোনও কথা বলেননি তাঁরা। তবে শোনা গিয়েছিল ১৩ মে বাগদান পর্ব সারবেন তাঁরা। ঠিক হলও তেমনই।
দিল্লির কপূরথালা হাউজে পরিবারের ঘনিষ্ঠ ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে একে অপরের আঙুলে আংটি পরিয়ে দিলেন পরিণীতি ও রাঘব। তাঁরা পোস্টও করেন ছবি। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও। খুব স্বাভাবিকভাবেই তা মানুষের নজর কাড়ে। গানের তালে জুটিকে নাচতে দেখা যায়, আর সবশেষে নজর কাড়ে অভিনেত্রীর গালে রাজনীতিকের ভালবাসার চুম্বন।
আরও পড়ুন: Lychee Benefits: ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার
আরও পড়ুন: Good Sleep: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম
View this post on Instagram