Parineeti Raghav: প্রিয়ঙ্কার পথে হেঁটে রাজস্থানেই বিয়ের আসর পরিণীতির? প্রাসাদ খুঁজতে মরুশহরে যুগল
Parineeti Raghav Wedding: আজ বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন পরিণীতি ও রাঘব। সূত্রের খবর, এদিন রাজস্থানে বিয়ের জন্য মহল পছন্দ করতে গিয়েছিলেন অভিনেত্রী ও সাংসদ
কলকাতা: দিদি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র পথে হেঁটে এবার কি নিজের বিয়ের আসর রাজস্থানেই বসাবেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)? আজ সকালেই, রাজস্থানের বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন আপ সাংসদ রাঘব চড্ডা (Raghav Chadha) ও তাঁর বাগদত্তা।
আজ বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন পরিণীতি ও রাঘব। অফ হোয়াইট কুর্তি আর সাদা পালাজো পরেছিলেন পরিণীতি। সূত্রের খবর, এদিন রাজস্থানে বিয়ের জন্য মহল পছন্দ করতে গিয়েছিলেন অভিনেত্রী ও সাংসদ। এর আগে, রাজস্থানে বিয়ের আয়োজন করেছিলেন প্রিয়ঙ্কা। চোখ ধাঁধানো প্রাসাদ, রাজকীয় আয়োজন... সব মিলিয়ে প্রিয়ঙ্কার বিয়ে ছিল সেসময় শিরোনামে।
প্রিয়ঙ্কা বিয়ের বিভিন্ন দিনের জন্য বিভিন্ন ডিজাইনারের পোশাক বেছেছিলেন। খ্রীস্টান ও হিন্দু মতে বিয়ে সেরেছিলেন প্রিয়ঙ্কা। স্বামী নিক জোনাস (Nick Jonas)-এর কাছে কার্যত ডেস্টিনেশন ওয়েডিং ছিল প্রিয়ঙ্কার বিয়ে। দিদির বিয়েতে সারাক্ষণই হাজির ছিলেন পরিণীতি। আর সূত্রের খবর, দিদির পথে হেঁটেই রাজস্থানে বিয়ের আসর সাজানোর প্রস্তুতি নিচ্ছেন পরিণীতি।
সূত্রের খবর, উদয়পুর অথবা জয়পুরে বসবে পরিণীতি ও রাঘবের বিয়ের আসর। আজ, শনিবার বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন যুগল। রাজস্থানে থাকাকালীন লীলা প্যালেসে থাকবেন নতুন জুটি। তাঁদের সঙ্গে গিয়েছেন কিছু আত্মীয়রাও। তবে লীলা প্যালেসে নয়, থাকবেন উদয়ভিলা হোটেলে।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি এই জুটির বিয়ের দিন। তবে এই বছরের শেষের দিকেই সামাজিক রীতিনীতি মেনে সাত পাকে বাঁধা পড়বেন পরিণীতি ও রাঘব। তবে এর আগে ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ, সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আডবাণীরা গাঁটছড়া বাঁধার জন্য বেছে নিয়েছিলেন এই মরু শহরকেই।