Shah Rukh Khan: শাহরুখের জন্য সহজ ছিল না 'পাঠান'-এর শ্যুটিং, নেপথ্য গল্পে পরিচালক
Shah Rukh Khan News: পরিচালক বলেন, 'আমার মনে আছে, যখন আমি পাঠান ছবিটার জন্য শাহরুখের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, ওঁকে জানিয়েছিলাম, ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ কঠিন। শাহরুখ সব জেনেশুনেই রাজি হয়েছিলেন'
![Shah Rukh Khan: শাহরুখের জন্য সহজ ছিল না 'পাঠান'-এর শ্যুটিং, নেপথ্য গল্পে পরিচালক Pathaan Director Says Shah Rukh Khan Pushed His Body To Breaking Point For The Role Shah Rukh Khan: শাহরুখের জন্য সহজ ছিল না 'পাঠান'-এর শ্যুটিং, নেপথ্য গল্পে পরিচালক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/04/badb88b676864c7a17d505b2781ed5ab166757392167349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: কিং খানের জন্মদিনে প্রকাশ্যে এসেছিল 'পাঠান'-এর টিজার। সেই ছবিতে শাহরুখ খান (Shah Rukh Khan)-কে দেখে কার্যত ঘুম উড়েছিল অনুরাগীদের। ৫৭তেও এত ফিট! তাক লাগাচ্ছিল শাহরুখের লুক। কিন্তু এতই কি সহজ 'পাঠান'-এর পর্দায় এত সুঠাম শরীর বজায় রাখা? এসআরকে-র ক্যামেরার পিছনের পরিশ্রমের গল্প তুলে ধরলেন পরিচালক।
'পাঠান' সংক্রান্ত একটি সাক্ষাৎকারে পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) জানান, এই ছবির অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করার জন্য কঠিন পরিশ্রম করেছেন শাহরুখ। সুঠাম শারীরিক গঠনেওর পিছনেও কম পরিশ্রম নেই। আইএএনএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছেন, অনেকেই পাঠানের টিজার দেখে ভাল বলেছেন। কিন্তু শাহরুখের যেন আরও আরও বেশি ভালবাসা পাওয়া উচিত।'
পরিচালক আরও বলেন, 'আমার মনে আছে, যখন আমি পাঠান ছবিটার জন্য শাহরুখের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, ওঁকে জানিয়েছিলাম, ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলো বেশ কঠিন। শাহরুখ সব জেনেশুনেই রাজি হয়েছিলেন। তিনি চেয়েছিলেন, পর্দায় শাহরুখকে অ্যাকশন করতে দেখে যেন উত্তেজিত হন দর্শকেরাও। এই ছবির জন্য যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করেছেন শাহরুখ। অ্যাকশন সিকোয়েন্সগুলো শ্যুটিং করতে শাহরুখ যে পরিমাণ নিষ্ঠা দেখিয়েছেন, সেটা পর্দায় দেখে মনে রাখবেন দর্শক।'
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)