Pathan: ৮ বছরের অপেক্ষা! অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে 'পাঠান'
Pathan in Bangladesh: ৮ বছর পর বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড ছবি। কবে গ্র্য়ান্ড রিলিজ?
কলকাতা: বিশ্বব্য়াপী 'পাঠান' জ্বরে কাবু সিনেপ্রেমীরা। এখনও দেশ ও বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে এই ছবি। আর এবার প্রকাশ্য় এল নতুন খবর। শোনাযাচ্ছে,আগামী ২৪শে ফেব্রুয়ারী বাংলাদেশে মুক্তি পাচ্ছে এই ছবি। সবথেকে আশ্চর্য বিষয়. দীর্ঘ ৮ বছর পর,বাংলাদেশে মুক্তি পাচ্ছে কোনও বলিউড ছবি।
অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্রের ওপর ৫ দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা ছিল। ২০১৫ সালে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং সালমান খান অভিনীত ওয়ান্টেড (২০০৯) মুক্তি পায়। এমন সিদ্ধান্ত বাংলাদেশী চলচ্চিত্র শিল্পকে পঙ্গু করে দিতে পারে, এই দাবিতে প্রতিবাদ জানান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সেইসময় বিক্ষোভকারীরা ওয়ান্টেডের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং ছবিটি বয়কট করার অনুরোধ জানায়। এমনকি ক্ষুব্ধ বিক্ষোভকারীরা শাকিব খান অভিনীত ছবিও বয়কটের সিদ্ধান্ত নেয়।
সূত্রের খবর অনুযায়ী, আমির খানের 'থ্রি ইডিয়ট' (২০০৯) এবং শাহরুখ খানের 'মাই নেম ইজ খান' (২০১০) এর মতো চলচ্চিত্রগুলিও সেই সময়ে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। কিন্তু দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিবাদ ও চাপের কারণে পুনরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে, বাংলাদেশের বলিউড প্রেমীরা পাইরেটেড প্রিন্টে বাজারে ছেয়ে যায়। অবশেষে, ১৯টি চলচ্চিত্র-সম্পর্কিত সমিতি সর্বসম্মতভাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি ছবি মুক্তির অনুমতি দিতে সম্মত হয়। তবে,শর্ত অনুযায়ী জানানো হয়, প্রতিবেশী দেশে বছরে মাত্র ১০টি হিন্দি ছবি মুক্তি পাবে।
আরও পড়ুন...ছিটমহলের পটভূমিকায় আসছে অনুভব-অঙ্কিতার থ্রিলারধর্মী ছবি 'দাফান'
এই সিদ্ধান্ত শুধু দেশের চলচ্চিত্র প্রেমীদের মধ্যে নয়, বিশেষজ্ঞ এবং শিল্পের লোকদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকের বিশ্বাস, যে হিন্দি চলচ্চিত্রের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত স্থানীয় চলচ্চিত্র শিল্পের জন্য ক্ষতিকর হতে পারে। অন্যদিকে, বেশ কয়েকজনের অভিমত যে হিন্দি চলচ্চিত্রগুলি বাংলাদেশে প্রদর্শনীতে বিশেষ করে কোভিড ধ্বংসের পরে একটি নতুন জীবন দিতে পারে। কেউ কেউ আবার যুক্তিও দিয়েছিলেন যে যখন হলিউডের ছবি মুক্তির অনুমতি দেওয়া হয়, তখন বাংলাদেশের সিনেমা হলে হিন্দি ছবি না দেখানোর কোনো কারণ নেই।
প্রসঙ্গত, ২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'। প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দিয়েছে 'পাঠান'।