New Bengali Film: পাভেলের পরিচালনায় আসছে 'ডাক্তার কাকু', নাম ভূমিকায় এই টলিউড সুপারস্টার
নতুন ছবি 'ডাক্তার কাকু'র ঘোষণা করলেন বাংলা ছবির পরিচালক পাভেল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির একটি মোশন পোস্টার শেয়ার করা হয়েছে। মোশন পোস্টার শেয়ার করে জানানো হয়েছে যে, আজই এই ছবির শ্যুটিং শুরু হল।
কলকাতা: নতুন ছবি 'ডাক্তার কাকু'র ঘোষণা করলেন বাংলা ছবির পরিচালক পাভেল (Pavel)। সদ্যই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির একটি মোশন পোস্টার শেয়ার করা হয়েছে। মোশন পোস্টার শেয়ার করে জানানো হয়েছে যে, আজই এই ছবির শ্যুটিং শুরু হল।
আসছেন 'ডাক্তার কাকু'। নাম ভূমিকায় রয়েছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এদিন তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির মোশন পোস্টার শেয়ার করে ছবির শ্যুটিং শুরুর কথা ঘোষণা করেছেন। খুব বেশি কিছু এখনই জানান হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। মোশন পোস্টারটি থেকে জানা যাচ্ছে, এই ছবিতে 'ডাক্তার কাকু'র চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে দেখা যাবে এনা সাহা, ঋদ্ধি সেন প্রমুখ অভিনেতাদের। 'ডাক্তার কাকু' ছবিটি প্রযোজনা করছেন বনানী সাহা এবং এনা সাহা। ছবির শ্যুটিং শুরু হয়েছে আজ। যদিও কবে ছবিটি মুক্তি পাবে, সে সম্পর্কে জানান হয়নি এখনও।
আরও পড়ুন - Attack Updates: প্রত্যাশা ছিল অনেক, প্রথমদিন 'অ্যাটাক'-এর বক্স অফিস কালেকশন কত হল?
প্রসঙ্গত, কিছুদিন আগেই 'আয় খুকু আয়' ছবির শ্যুটিং শেষ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবির লুক প্রকাশ থেকেই ছিল চমক। মাথায় টাক, মুখে কাঁচাপাকা দাড়ি, বিধ্বস্ত চেহারা একটা মলিন শার্ট পরে পুকুরঘাটে বসে আছেন তিনি। হঠাৎ করে দেখে না চেনা গেলেও তাঁর পরিচয় বলে দেয় চোখ আর ঠোঁটে লেগে থাকা হাসি। ছবির শ্যুটিং শুরুর দিনে সোশ্যাল মিডিয়ায় নিজের লুকের ছবি শেয়ার করে নিয়েছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন এই ছবির প্রযোজনা করছেন অভিনেতা জিৎ। শৌভিক কুণ্ডু পরিচালিত 'আয় খুকু আয়' ছক ভাঙছে অনেকদিন থেকেই। প্রযোজকের নামই এই ছবির শেষ চমক নয়। প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন দিতিপ্রিয়া রায়। তাঁর লুকেও রয়েছে চমক। নিজের সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ ভাগ করে নিয়েছেন দিতিপ্রিয়ার লুকও। কলমকারি কুর্তি আর এলোমেলো চুলে দিতিপ্রিয়ার লুকের রয়েছে সাদামাটা মেয়ের ছোঁয়া। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরও বেশ কিছু তাবড় অভিনেতা অভিনেত্রীকে। তালিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।