এক্সপ্লোর
পপ তারকা কেটি পেরির জন্য কর্ণ জোহরের পার্টিতে ঐশ্বর্য,আলিয়া, অনুষ্কা সহ একঝাঁক বলিউড তারকা
1/11

পপস্টার কেটি পেরির জন্য এক জমকালো পার্টির আয়োজন করেছিলেন বলিউডের পরিচালক কর্ণ জোহর। মুম্বইয়ে একটি সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করবেন পেরি। গত বৃহস্পতিবার তাঁর সম্মানে আয়োজিত কর্ণের পার্টি হয়ে উঠেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, অনুষ্কা শর্মা, আলিয়া ভট্ট, অর্জুন কপূর, মালাইকা অরোরা সহ বলিউডের একঝাঁক তারকা। পেরিকে পার্টিতে নিয়ে আসেন নাতাশা পুনাওয়ালা।
2/11

পার্পেল-গোল্ডেন রঙের পোশাকে দারুণ দেখিয়েছে পেরিকে।
Published at : 15 Nov 2019 02:14 PM (IST)
View More






















