এক্সপ্লোর
Advertisement
শেষ হল 'ছপক'-এর প্রথম দফার শ্যুটিং, দেখুন শেষবেলার ছবি
২৫ মার্চ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগ্রবালের চরিত্রের মেকআপে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দীপিকা। ওই ছবি দেখে চমকে যান দীপিকার অনুরাগীরা। বাস্তবের চরিত্রের সঙ্গে এতটা মিলই অবাক হওয়ার কারণ।
নয়াদিল্লি: 'ছপক'! শুটিং শুরু হওয়া থেকেই বি-টাউনে চর্চার কেন্দ্রে এই ছবি। 'পদ্মাবত'-এর পর এই ছবিতেই অনেকদিন পর দেখা যাবে দীপিকা পাদুকোনকে। ছবিতে এক অ্যাসিড আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। সেই লুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সম্প্রতি ছবির প্রথম দফার শুটিং শেষ করলেন দীপিকা। দিল্লিতে শুটিং শেষের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। দেখুন সেই পোস্ট!
First shooting schedule of Deepika Padukone, director Meghna Gulzar and Fox Star Studios' #Chhapaak concludes in #Delhi... 10 Jan 2020 release. pic.twitter.com/SW7FC0Dso5
— taran adarsh (@taran_adarsh) April 23, 2019
ছবিতে ক্যামেরার পিছনের কলাকুশলীদের সঙ্গে দীপিকাও আছেন তাঁর চরিত্রের লুকে।
গত ২৫ মার্চ অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগ্রবালের চরিত্রের মেকআপে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দীপিকা। ওই ছবি দেখে চমকে যান দীপিকার অনুরাগীরা। বাস্তবের চরিত্রের সঙ্গে এতটা মিলই অবাক হওয়ার কারণ। ছবিতে দীপিকার চরিত্রটির নাম মালতী।
এরপর ছবির শুটিং এর দৃশ্যও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে।লক্ষ্মী অগ্রবাল মাত্র ১৫ বছর বয়সে অ্যাসিড হানার শিকার হন। তারপর অনেক অস্ত্রোপচার ও একটানা চিকিৎসার পর ঘুরে দাঁড়ান। তাঁর মতো আরও অনেকের জন্য লড়াই শুরু করেন। লক্ষ্মীর জীবনের এই গল্পই দেখাবে 'ছপক'।
ছবিতে দীপিকার বিপরীতে কাজ করেছেন বিক্রান্ত মেসি। এ-ছবির পরিচালক মেঘনা গুলজার। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছবিটির।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement