Woman's Day: কেউ এভারেস্ট জয়ী, কারও আবার জীবন ফুটবল.. 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এর মঞ্চে নারীদিবসে অনন্যা নারীরা
Lakh Takar Laxmi Labh: বাংলা টেলিভিশন জগতে নন ফিকশন শোয়ের দারুণ রমরমা। বিভিন্ন চ্যানেলে তাই দর্শকের মনোরঞ্জনের জন্য আসে নিত্য নতুন শো।

কলকাতা: এবার 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এর মঞ্চে বাংলার কৃতি মেয়েরা। নারী দিবস উদযাপন করতে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এর মঞ্চে এমন তিন নারী থাকবেন, যাঁরা নিজ নিজ ক্ষেত্রে অনন্যা। থাকছেন পিয়ালী বসাক, ভারতী মুদি ও শ্রাবণী দাস। কারা এই ৩ নারী? ইতিমধ্যেই পিয়ালি বসাকের কথা জানেন অনেকেই। ২০২২ সালে এভারেস্ট জয় করেছিলেন পিয়ালী। অন্যদিকে বাঁকুড়ার ভারতী একজন মহিলা ফুটবল কোচ। আর শ্রাবণীর পরিচিতি যোগাসন। প্রচুর লড়াই করে নিজ নিজ ক্ষেত্রে নিজের নিজের জায়গা তৈরি করেছেন এই ৩ নারী। তাঁদের নিয়েই এবার খেলা হবে, 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ।
বাংলা টেলিভিশন জগতে নন ফিকশন শোয়ের দারুণ রমরমা। বিভিন্ন চ্যানেলে তাই দর্শকের মনোরঞ্জনের জন্য আসে নিত্য নতুন শো। এবার এই তালিকায় নাম লেখাল সান বাংলা। মহিলাদের নিয়ে সান বাংলায় শুরু হয়েছে নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। ইতিমধ্যেই এই শো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ চারটে রাউন্ডে খেলা হয়। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। সাধারণত প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হবে না। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে দেখা যাচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
এই শো-তেই নারী দিবস উপলক্ষ্যে বিশেষ এপিসোডে হাজির হচ্ছেন পিয়ালী বসাক, ভারতী মুদি ও শ্রাবণী দাস। প্রবল দারিদ্র্য়তার সঙ্গে লড়াই করেই এভারেস্ট জয় করেছেন পিয়ালী বসাক। এখনও তাঁর মাথায় লোনের বোঝা। এই ১ লাখ টাকা যদি তিনি জিততে পারেন, পিয়ালির ইচ্ছা, তিনি একটি আকাডেমি খুলবেন। যেসমস্ত ছেলে মেয়েদের পাহাড়ে চড়ার স্বপ্ন, কিন্তু পয়সার অভাবে করতে পারেন না মাউন্টেনিয়ারিং, সেই সমস্ত ছেলে মেয়েদের শিক্ষা দেবেন তিনি।
ভারতী মুদি একজন ফুটবল কোচ। নিজে প্রথাগতভাবে কখনও ফুটবল শেখেননি তিনি। কিন্তু ফুটবলকে তাঁর জীবনের অঙ্গ বলে মনে করেন ভারতী। তাঁর স্বপ্ন, যদি তিনি এই ১ লাখ টাকা জেতেন, তাহলে তিনি তাঁর ফুটবল টিমের উন্নতির জন্য এই টাকা কাজে লাগাবেন। অন্যদিকে শ্রাবণীর মাথায় লোনের বোঝা। বাড়ির লোক সমর্থন করেনি তাঁকে। বাড়ি থেকে বেরিয়ে এসে যোগাসন করছেন তিনি। ১ লাখ টাকা পেলে তিনি তাঁর লোন মেটাবেন।
আরও পড়ুন: Tamannaah-Vijay: 'ভালবাসা শর্তহীন', আগেই বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন তমন্না






















