Salman Khan: সলমনের হাতে রাম মন্দিরের ঘড়ি, তুমুল বিতর্কে অভিনেতা পাশে পেলেন কাকে?
Salman Khan News: সলমন খান হাতে যে ঘড়িটা পরেছেন, সেটির মধ্যে রয়েছে রাম জন্মভূমির নানা অংশ। সারা বিশ্বে মাত্র ৪৯ জনই পাবেন এই ঘড়িটি।

কলকাতা: সদ্য সলমন খানের (Salman Khan) হাতে যে বিশেষ ঘড়ি দেখা গিয়েছিল, তা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। রাম জন্মভূমির নানা অংশ দিয়ে তৈরি এই ঘড়ি সলমনের হাতে দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিল সোশ্য়াল মিডিয়া। সেই সঙ্গে ধেয়ে এসেছিল কটাক্ষও। কেন সলমন মুসলিম হয়ে রাম মন্দিরের অংশ দেওয়া ঘড়ি পড়েছেন, তা নিয়ে নেটিজেনরা তুলোধোনা করেছিল 'ভাইজান'-কে। এবার সেই বিতর্কে অভিনেতা প্রতীক গাঁধী।
কী বলছেন প্রতীক? অভিনেতার কথায়, সলমন যে ঘড়িটা পরেছিলেন, তা নিয়ে তিনি বিশেষ কিছুই জানেন না। তবে এই বিষয়ে তাঁর মতামত অবশ্যই রয়েছে। প্রতীক বলছেন, 'ছোট থেকে আমাদের শেখানো হয়েছে কোনও ধর্মই এত দুর্বল নয় আর কোনও ধর্মের সঙ্গেই বিশেষ কোনও রঙ বা জিনিসকে জুড়ে দেওয়া যায় না। শিল্পীদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকা উচিত। যে শিল্পী ঝুঁকি নিতে পারে না, সে বেশিদিন টিঁকে থাকতেও পারে না।' অর্থাৎ সলমনের রাম মন্দিরের অংশ দেওয়া ঘড়ি পরা নিয়ে কোনও আপত্তি নেই প্রতীকের। বরং শিল্পীর ঝুঁকি নেওয়ার ক্ষমতার প্রশংসাই করেছেন তিনি।
সলমন খান হাতে যে ঘড়িটা পরেছেন, সেটির মধ্যে রয়েছে রাম জন্মভূমির নানা অংশ। সারা বিশ্বে মাত্র ৪৯ জনই পাবেন এই ঘড়িটি। ঘড়ির ভিতরে লেখা রয়েছে ‘জয় শ্রীরাম’। ঘড়িটির বেল্টের রং গেরুয়া। সলমনের ঘড়িটি রোজ গোল্ড দ্বারা নির্মিত, এর ফলে সলমনের ঘড়িটির দাম অনেকটাই বেশি। সলমনের ঘড়ির মূল্য প্রায় ৬৪ লক্ষ টাকা। এই আগে এই একই ঘড়ি পরেছিলেন অভিষেকও। তবে অভিষেকের ঘড়িটির দাম ছিল কিছুটা কম। টাইটেনিয়াম ধাতু দ্বারা নির্মিত হওয়ায় অভিষেকের ঘড়িটির দাম ছিল ৩৪ লাখ টাকা।
'সিকন্দর' মুক্তির আগে, সলমন খুব একটা ভাল করে ছবির প্রচার সারতে পারেননি। তার কারণ ছিল তাঁর নিরাপত্তা। বাবা সিদ্দিকির মৃত্যু ও তারপরে একাধিক খুনের হুমকি পাওয়ার পরে কড়া নিরাপত্তা বলয়ে রয়েছেন সলমন খান। 'সিকন্দর' -এর শ্যুটিং করার সময় ও তাঁর সেটে কড়া নিরাপত্তা ছিল। পরিচয়পত্র দেখিয়ে সবাইকে সেটে ঢুকতে হচ্ছিল। শুধু সেটে নয়, সলমনের বাড়িতেও ছিল কড়া নিরাপত্তা। বুলেটপ্রুফ কাচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বাড়ির সমস্ত ব্যালকনি। ঘরেও জানলার পাশে দাঁড়ানো নিষেধ সলমনের। সব মিলিয়ে কড়া নিরাপত্তায় রয়েছেন তিনি। আর সেই কারণেই তাঁর প্রচারে কিছু কাটছাঁট করতে হয়েছিল।






















