Debina Bonnerjee: স্বামী গুরমিতের সঙ্গে নাচে মগ্ন অন্তঃসত্ত্বা দেবিনা
Gurmeet-Debina Updates: সম্প্রতি নেট দুনিয়ায় গুরমিত - দেবিনা একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেই স্বামীর সঙ্গে নাচে মগ্ন দেবিনা।
মুম্বই: সদ্য কয়েক মাস আগেই প্রথমবার মা হয়েছেন হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee)। মা হওয়ার চার মাসের মাথাতেই তিনি এবং তাঁর স্বামী অভিনেতা গুরমিত চৌধুরী (Gurmeet Choudhary) জানান যে, তাঁরা ফের বাবা-মা হতে চলেছেন। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা দেবিনা। দুই তারকার এমন খুশির খবরে দারুণ উচ্ছ্বসিত হন তাঁদের অনুরাগীরা। সম্প্রতি নেট দুনিয়ায় গুরমিত - দেবিনা একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেই স্বামীর সঙ্গে নাচে মগ্ন দেবিনা।
গুরমিত - দেবিনার নাচের ভিডিও-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা গুরমিত চৌধুরী একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, 'জু জু জুবি' গানে ডান্স করছেন তিনি এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী দেবিনা। পিচ রঙের ছোট পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অন্যদিকে সাদা পোশাকে সেজেছেন অভিনেতা। দুই তারকার নাচের ভিডিও দেখে নেটিজেনদের একাংশ যেমন ভালোবাসার কমেন্ট করেছেন। তেমনই বেশ কিছু অনুরাগী দেবিনা অন্তঃসত্ত্বা অবস্থার কথাও মনে করিয়ে দিয়েছেন। মা হতে চলার অবস্থায় এভাবে নাচ করা ঠিক কিনা, তা নিয়েও তাঁরা উদ্বিগ্ন। বেশ কিছু নেট নাগরিক এই অবস্থায় অভিনেত্রীর নাচকে কেন্দ্র করে ট্রোলও করেছেন।
আরও পড়ুন - Koffee With Karan 7: কেন সম্পর্ক ভাঙল অনন্য়ার সঙ্গে? শাহিদ কপূরের ভাই যা বললেন...
প্রসঙ্গত, গত মাসেই সুখবরটা সকলের সঙ্গে ভাগ করে নেন দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরী। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয় এবং তা কোনওভাবেই বদলানো যায় না... এটাও তেমনই এক আশীর্বাদ... শীঘ্রই আসছে আমাদের পরিপূর্ণ করতে।'
গত ৩ জুলাই একরত্তি কন্যার ছবি প্রথম প্রকাশ্যে আনেন গুরমিত ও দেবিনা। ক্যাপশনে লেখেন, 'আলাপ করিয়ে দিই লিয়ানার সঙ্গে। যেখানে আমাদের হৃদয় একসঙ্গে এসে মিলেছে।' সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছিলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন অভিনেত্রী। আর তাঁর কোলে উঠে শুয়ে পড়ছে তাঁর সারমেয় সন্তানটি। ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'আমার দুই সন্তানের সঙ্গে।' তার সঙ্গে হ্যাশট্যাগে 'মম লাইফ' লেখেন অভিনেত্রী। সদ্য মা হওয়ার পর বিশেষ অনুভূতি এভাবেই প্রকাশ করেন দেবিনা।