Preity Zinta: অনুমতি না নিয়ে মেয়েকে চুম্বন, গাড়ির পিছনে ধাওয়া অনুরাগীর, মুখ খুললেন ক্ষুব্ধ প্রীতি
Preity Zinta News: প্রীতির কথায়, 'মানুষের বোঝা উচিত, আমি প্রথমে একজন মানুষ, তারপরে একজন মা, তারপর একজন তারকা। পৃথিবীর আর সমস্ত মানুষের মতো আমারও সমস্ত জায়গায় যাওয়ার অধিকার রয়েছে'

কলকাতা: এক নয়, ভারতে ফিরে এক সপ্তাহে পর পর দুটি অপ্রিয় ঘটনার সম্মুখীন হলেন অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity G Zinta)। একটি তাঁর একরত্তি কন্যা জিয়াকে নিয়ে, অন্যটি তাঁর নিজের সঙ্গেই ঘটে যাওয়া। আইপিএলের (IPL)-এর জন্যই ভারতে এসেছেন পাঞ্জাব কিংসের মালকিন। আজ তিনি পুজো দিয়েছেন কামাখ্যা মন্দিরেও। কিন্তু দুটি ঘটনাই যথেষ্ট বিচলিত করেছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন প্রীতি।
প্রীতি জানিয়েছেন, একদিন মেয়েকে নিয়ে রাস্তায় প্রয়োজনেই বেরিয়েছিলেন তিনি। হঠাৎ এক মহিলা এসে ছবি তোলার চেষ্টা করে কন্যা জিয়ার। তাঁকে ভদ্রভাবে বারণ করেন প্রীতি। চলে যেতে গিয়েও ওই মহিলা হঠাৎ ফিরে এসে কার্যত প্রীতির কোল থেকে জিয়াকে কেড়ে নিয়ে তার ঠোঁটের পাশে একটি চুম্বন করেন। তারপর, 'মিষ্টি বাচ্চা' বলে চলে যান। প্রীতির কথায়, 'আমি যদি তারকা না হতাম, হয়তো প্রতিবাদ করতাম। কিন্তু কোনও ঝামেলা করতে চাইনি সেই মুহূর্তে। তাই নিজেকে ঠাণ্ডা রেখেছিলাম।'
এরপরে প্রীতি যে ঘটনার কথা লেখেন, সেটিও অপ্রীতিকর তো বটেই। সদ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, প্রীতির গাড়ি চলে যাচ্ছে আর তার পিছনে হুইল চেয়ারে করে কার্যত ছুটছেন এক ব্যক্তি। প্রীতি জানিয়েছেন, এই ঘটনা প্রথম নয়, গত কয়েক বছর ধরেই ওই ব্যক্তি প্রীতিকে বিরক্ত করেন। একাধিকবার প্রীতি তাঁকে অর্থসাহায্যও করেছেন। কিন্তু এদিন প্রীতি জানান তাঁর কাছে টাকা নেই। টিমের তরফ থেকে ওই ব্যক্তিকে টাকা দেওয়া হলেও তা ওই ব্যক্তি ছুঁড়ে ফেলে দেন।
প্রীতির কথায়, 'মানুষের বোঝা উচিত, আমি প্রথমে একজন মানুষ, তারপরে একজন মা, তারপর একজন তারকা। পৃথিবীর আর সমস্ত মানুষের মতো আমারও সমস্ত জায়গায় যাওয়ার অধিকার রয়েছে। তারকাদের দোষারোপ করার আগে একবার ভাবুন। প্রত্যেকটা ঘটনার দুটো দিক থাকে।'
এখানেই থামেননি প্রীতি। লেখেন, 'আমার সন্তানেরা কোনও প্যাকেজ ডিলের অংশ নয়। ওরা শিশু, ওদের সঙ্গে শিশুর মতোই ব্যবহার করুন, তারকাসুলভ নয়। ওদের সঙ্গে ছবি তোলার জন্য, আদর করার জন্য আসবেন না। একা থাকতে দিন ওদের। চিত্রগ্রাহকদের ছবি তোলার আগে, ভিডিও করার আগে অন্তত একবার অনুমতি নেওয়া উচিত। সবকিছু নিয়ে মজা করা যায় না।'
ঘটনা প্রীতির পাশে দাঁড়িয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, হৃতিক রোশনের মতো ব্যক্তিত্বরা।
আরও পড়ুন: IPL 2023: প্রথম দুই ম্যাচেই জয়, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এলেন পাঞ্জাব মালকিন প্রীতি
Two events this week have left me a bit shaken pic.twitter.com/fbq6jr9gyV
— Preity G Zinta (@realpreityzinta) April 8, 2023





















