Prithviraj Teaser: 'ওঁর জীবন কাহিনি অপরিবর্তিত রাখার চেষ্টা করেছি,' 'পৃথ্বীরাজ'-এর টিজার মুক্তিতে জানালেন অক্ষয়
Akshay Kumar on Prithviraj Teaser: যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবি 'পৃথ্বীরাজ'-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন ডা. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। ছবিটি গোটা বিশ্বে বড়পর্দায় মুক্তি পাবে ২১ জানুয়ারি, ২০২২ সালে।

মুম্বই: যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) আগামী ছবি 'পৃথ্বীরাজ'-এর (Prithviraj) প্রথম টিজার মুক্তি পেল। বীর যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের জীবনের ওপর নির্ভর করে তৈরি হয়েছে সিনেমাটি। ছবিতে পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমারকে (Akshay Kumar)। মহম্মদ ঘোরির বিরুদ্ধে বিখ্যাত যুদ্ধের কিছু অংশ দিয়েই শুরু হচ্ছে ছবির টিজার (Prithviraj Movie Teaser)।
দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে অক্ষয় কুমার তাঁর কিছু সৈন্যদের সঙ্গে সেনার বেশে দাঁড়িয়ে রয়েছেন। একইসঙ্গে দেখা যাচ্ছে সঞ্জয় দত্তকেও। এরপর বধূবেশে দেখা যায় মানুষী চিল্লারকে, যিনি সংযোগিতার চরিত্রে অভিনয় করছেন। এই ছবি দিয়েই বড়পর্দায় ডেবিউ করছেন মানুষী। টিজারে দেখা যাচ্ছে ছবিতে রয়েছেন সোনু সুদও।
ছবির পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় কুমার লেখেন, 'গর্ব ও সাহসের একটি বীরগাঁথা। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করতে পেরে আমি গর্বিত।' ছবিটি মুক্তি পাচ্ছে ২০২২ সালের ২১ জানুয়ারি, বড় পর্দায়।
View this post on Instagram
একটি সাংবাদিক সম্মেলনে অক্ষয় কুমার বলেন, 'পৃথ্বীরাজের টিজারটি ছবির আত্মাকে, কিংবদন্তী যোদ্ধা সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনের সারাংশ, যিনি কোনও ভয় জানতেন না, সেটাই ধরে রেখেছে। এটি তাঁর বীরত্ব এবং জীবনের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। আমি তাঁর সম্পর্কে যতই পড়েছি, ততই বিস্মিত হয়েছি যে তিনি কীভাবে তাঁর দেশ এবং তাঁর মূল্যবোধের জন্য তাঁর গৌরবময় জীবনের প্রতিটি মুহূর্ত বেঁচেছিলেন।'
অক্ষয় কুমার আরও জানান, 'তিনি একজন কিংবদন্তী যোদ্ধা। তিনি সবচেয়ে সাহসী যোদ্ধাদের অন্যতম এবং তিনি আমাদের দেশের সবচেয়ে ন্যায় পরায়ণ রাজাদেরও অন্যতম। আমরা আশা করি যে বিশ্বব্যাপী ভারতীয়রা এই পরাক্রমশালী সাহসী হৃদয়ের প্রতি আমাদের স্যালুট পছন্দ করবে। আমরা তাঁর জীবন কাহিনিকে যথাসম্ভব সত্যতা বজায় রেখে উপস্থাপনা করার চেষ্টা করেছি। ছবিটি তাঁর অতুলনীয় সাহসিকতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন।'
আরও পড়ুন: Singham 3 Update: কবে মুক্তি পাবে 'সিংঘম থ্রি'? জানিয়ে দিলেন রোহিত শেট্টি
যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবি 'পৃথ্বীরাজ'-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন ডা. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। ছবিটি গোটা বিশ্বে বড়পর্দায় মুক্তি পাবে ২১ জানুয়ারি, ২০২২ সালে। অক্ষয় কুমারের শেষ ব্লকবাস্টার ছবি 'সূর্যবংশী' মুক্তির সপ্তাহ দেড়েক পরেই মুক্তি পেল 'পৃথ্বীরাজ' ছবির টিজার।


















