Priyanka Sarkar: শ্যুটিং থেকে ছুটি নিয়ে সোনাঝুরির আমেজ মাখছেন প্রিয়ঙ্কা, সঙ্গী শুধুই সহজ
Priyanka Sarkar Video: ছেলে সহজকে নিয়ে সোনাঝুড়ির হাটে ঘুরতে গিয়েছেন প্রিয়ঙ্কা। জিন্স টি-শার্ট, জ্যাকেটের ক্যাজুয়াল লুকে একেবারে ছুটির মুডে ধরা দিলেন অভিনেত্রী। সঙ্গে ছেলে সহজ
কলকাতা: শ্যুটিং করতেই তিনি গিয়েছিলেন শান্তিনিকেতন। সঙ্গী হয়েছিল ছেলে সহজ। তবে একটুকরো ছুটি পেয়েই তিনি চলে গেলেন সোনাঝুরির আমেজ মাখতে। মাতলেন সাঁওতালি নাচের তালে। লাল মাটির দেশের আনন্দে যেন মিশে গেলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)।
সদ্য প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ছেলে সহজকে নিয়ে সোনাঝুড়ির হাটে ঘুরতে গিয়েছেন প্রিয়ঙ্কা। জিন্স টি-শার্ট, জ্যাকেটের ক্যাজুয়াল লুকে একেবারে ছুটির মুডে ধরা দিলেন অভিনেত্রী। সঙ্গে ছেলে সহজ। বেশ অনেকদিন ধরেই সোনাঝুরির হাটে আয়োজন করা হয় সাঁওতালি নাচের। ভ্রমণকারীদের বীরভূমের আমেজ দিতেই এই ব্যবস্থা। লাল হলুদ শাড়ি, সাঁওতালি বেশে সেজে মাদলের তালে পা মেলান মহিলারা। পর্যটকরা এলে তাঁদেরও সামিল করেন সেই নাচের তালে। বাদ গেলেন না প্রিয়ঙ্কাও। মাদলের তালে পা মেলালেন মজা করে। ছবিও তুললেন সবার সঙ্গে। সঙ্গে রইল ছেলে সহজও।
অন্যদিকে, প্রথমবার জুটি হিসেবে কাজ করতে চলেছেন প্রিয়ঙ্কার সরকার (Priyanka Sarkar) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)। তবে প্রেমের ছবি নয়, এই গল্প এক অন্ধকার সময়ের। বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপটে তৈরি এই ছবি বলবে এক অন্ধকার সময়ের গল্প। তাতে যেমন রয়েছে রহস্যের গন্ধ, তেমনই রয়েছে রাজনীতি, ধর্মের কথা।
নতুন এই ছবির নাম ‘বাল্মীকি: এ সাগা অফ আ কমন ম্যান’। পরিচালনার দায়িত্বে রয়েছেন, শঙ্খ ভট্টাচার্য্য। এই ছবির ঘটনার সূত্রপাত বাবরি মসদিজ ধ্বংস এবং তারপরে ঘটে যাওয়া সম্প্রদায়িক দাঙ্গা। সেই অশান্তির ঢেউ এসে লাগে কলকাতাতেও। একজন মুসলমান মহিলা রাস্তায় কুড়িয়ে পায় শাহিদকে। অন্যদিকে বর্তমান সময়ে সাংবাদিক ভাস্বতী মজুমদারের লেখা বই থেকে ফিরে আসে শাহিদের জীবনকথা। এই দুই ঘটনা কি নেহাৎ কাকতালীয় নাকি এর মধ্যে যোগ রয়েছে অন্য কোনও রহস্যের? সেই ঘটনাকেই তুলে ধরা হবে সিনেমায়।
View this post on Instagram
আরও পড়ুন: Roktobeej Movie: ওটিটিতে নেই, বড়পর্দাতেও দেখা হয়নি? এবার ছোটপর্দায় দেখে নিন 'রক্তবীজ'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।