এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Roktobeej Movie: ওটিটিতে নেই, বড়পর্দাতেও দেখা হয়নি? এবার ছোটপর্দায় দেখে নিন 'রক্তবীজ'
Roktobeej Update: সবাই মিলে কেক কাটা হল, আবির-সংযুক্তা মাতলেন খুনসুটিতেও। আবির বললেন, 'সনউক্তা বলব না সংযুক্তা'
সবাই মিলে কেক কাটা হল, আবির-সংযুক্তা মাতলেন খুনসুটিতেও। আবির বললেন, 'সনউক্তা বলব না সংযুক্তা'
1/10

পায়ে পায়ে ১০০ দিন পার করল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রথম থ্রিলার 'রক্তবীজ'। আর সাফল্য উদযাপনে সামিল হলেন ছবির পরিচালকদ্বয় থেকে শুরু করে নায়ক-নায়িকা ও অন্যান্য কলাকুশলীরাও।
2/10

নন্দিতা আর মিমির খুনসুটি.. নজর কাড়ল পরিচালক নায়িকার এই মিষ্টি সম্পর্ক। একসঙ্গে ক্যামেরাবন্দিও হলেন তাঁরা।
3/10

এদিন সবাই মিলে কেক কাটা হল, আবির-সংযুক্তা মাতলেন খুনসুটিতেও। আবির বললেন, 'সনউক্তা বলব না সংযুক্তা'
4/10

পুজোর সময় মুক্তি পাওয়া এই ছবি বক্সঅফিসে পার করল ১০০ দিন। বক্সঅফিসে এই ছবির ব্যবসার অঙ্কও মন্দ নয়।
5/10

এদিন কেবল ১০০ দিনের উদযাপন নয়, ঘোষণা করা হল এই ছবির টেলিভিশন প্রিমিয়ারের দিনও।
6/10

এদিনকার উদযাপনে হাজির ছিলেন নন্দী সিস্টার্স। 'রক্তবীজ' ছবির হাত ধরেই প্রথম টলিউডে কাজ করলেন তাঁরা।
7/10

এই ছবিটি ছোটপর্দায় দেখা যাবে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি। এদিন অনুষ্ঠানে ছিলেন ছোট ও বড়পর্দার অন্যান্য কলাকুশলীরাও।
8/10

'রক্তবীজ' (Roktobeej) তৈরি হয়েছে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা নিয়ে। আর এই ছবিতে, দুই পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে।
9/10

'রক্তবীজ' থ্রিলার হলেও, পুরুষকেন্দ্রিক নয়। সেখানে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছেন এক নারীও। আর এই ছবি নেপথ্যে রয়েছেন তিন নারী। পরিচালকের আসনের গুরুদায়িত্বে রয়েছেন নন্দিতা। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী ও জিনিয়া।
10/10

তাঁদের কলমেই তৈরি হয়েছে বড়পর্দায় জমাটি এক থ্রিলার। ইতিমধ্যেই, পরিচালক-প্রযোজকেরা জানাচ্ছেন, দর্শকদের এই ছবি নিয়ে উচ্ছ্বাসের কথা। পুজোর পরেই হল ভরিয়ে এই থ্রিলার দেখছেন দর্শকেরা।
Published at : 28 Jan 2024 01:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























