Priyanka Sarkar: রূপকথার 'চিচিং ফাঁক'- এবার থ্রিলার! মুখ্যভূমিকায় প্রিয়ঙ্কা সরকার
Priyanka Sarkar New Film: প্রিয়ঙ্কা বলছেন, 'গল্পটা যখন প্রথম শুনি অরিজিতের থেকে তখন থেকেই আমি নিশ্চিত ছিলাম এই চরিত্র করব'

কলকাতা: ফের নতুন ছবি নিয়ে আসছেন প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। এই প্রথম সার্ভাইভাল থ্রিলারে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে প্রিয়াঙ্কা সরকারকে। ছবির নাম ‘চিচিং ফাঁক’। ছবিতে প্রিয়াঙ্কার পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনেতা দীপক দাস। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিত সাহা ও নিমাই বসু। অরিজিৎ সরকার পরিচালিত এই ছবির প্রযোজক কনফিউজড পিকচার্স । ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন জয়দীপ দে, সঙ্গীত পরিচালনায় আরব।
সার্ভাইভাল থ্রিলার! কেন এই ধরণের চরিত্র বাছলেন প্রিয়ঙ্কা? অভিনেত্রী বলছেন, 'গল্পটা যখন প্রথম শুনি অরিজিতের থেকে তখন থেকেই আমি নিশ্চিত ছিলাম এই চরিত্র করব। এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা। সার্ভাইভাল থ্রিলার-এ আমার কাজ প্রথমবার তো বটেই। আর এই ঘরানার ছবি দেখতে আমি খুব পছন্দ করি। তাছাড়া এমন কাজ সচরাচর খুব একটা হয় না। কোনও অভিনেতার জীবনে এরকম কাজের সুযোগ হয়তো একেবারেই আসে। বা তাও হয়তো আসে না। তাই এই সুযোগ হারাতে চাইনি । পুরো গল্পটার মধ্যে সাসপেন্স আর মজার এত সুন্দর সমীকরণ রয়েছে যে চরিত্রটা খুব আকর্ষণীয় লেগেছিল। অরিজিৎ নতুনদের মধ্যে ভীষণ প্রতিভাবান একজন। ওর সঙ্গে এবং ওর পুরো ইউনিটের সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো। ওকে আমি অনেকদিন চিনি, কনফিউজড পিকচার্স এর কাজও দেখেছি। ওরাও এবার নতুন নতুন বিষয় নিয়ে কাজ করেছে । আশা করি কাজটা সকলের ভাল লাগবে'
ছবির গল্পটা ঠিক কী নিয়ে? পরিচালক বলছেন, “চিচিং ফাঁক একটি বাংলা সার্ভাইভাল থ্রিলার ছবি, একটি ছেলে এবং একটি মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে নিজেদের মত করে বাঁচার জন্য একটি অ্যাডভেঞ্চারে বেরোয়। এবং আচমকা এক অজানা বিপদের সম্মুখীন হয় তারা। তারপর শুরু হয় তাদের এক অদ্ভুত ম্যাজিকাল সফর। এই সফরের প্রতি পরতে ফ্যান্টাসি, হরর এবং কমেডির এক চমৎকার মেলবন্ধন উপভোগ করতে পারবেন দর্শক। এটাই তাদের ছবির শেষ অবধি আটকে থাকতে বাধ্য করবে।'
পরিচালক আরও বলেন, 'আলিবাবার গল্পে কাশেম যেমন গুহাতে ঢুকে দরজা খোলার চিচিং ফাঁক মন্ত্র ভুলে যায়, আর বন্দি হয়ে পরে গুহার মধ্যে, সেই আরব্য রজনীর কাহিনীর নিরিখে আমাদের ছবি দুজন ছেলে মেয়ের বন্দি জীবনের গল্প বলবে এই ছবি। প্রিয়াঙ্কা সরকারকে এক নতুন অবতারে এই ছবিতে দেখবেন দর্শক। এবং তার মতো একজন অভিনেত্রীকে ছাড়া বোধহয় ছবির এই ম্যাজিক্যাল অভিযানটা সম্ভব হত না । খুব তাড়াতাড়ি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। তবে এখন আমরা অপেক্ষায় ছবির ফেস্টিভ্যাল সফর শুরু করার জন্য।'
আরও পড়ুন: Bengali Serial: শাড়ির সুতোয় স্বপ্ন বোনার গল্প, সুকন্যা, সুস্মিতা ও ইন্দ্রনীল ফিরছেন নতুন গল্প নিয়ে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
