Prosenjit Arpita: মেসি থিমের কেক, মিশুকের জন্মদিনে 'চিরদিনই তুমি যে আমার'-এ পা মেলালেন প্রসেনজিৎ অর্পিতা
Trishanjit Birthday: মিশুক আর্জেন্তিনার ভক্ত। সেই দেশের জার্সি পরে হামেশাই তাঁর ছবি প্রকাশ্যে আসে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খোদ জানিয়েছিলেন, তাঁর বাড়ির ঠাকুরঘরে নাকি মেসির ছবি থাকে
কলকাতা: সকালটা শুরু হয়েছিল উৎসব বাড়িতে কেক কেটে। আর তারপরে, জন্মদিনের সন্ধেবেলা এলাহি পার্টির আয়োজন করা হল বার্থ ডে বয়ের জন্য। হাজির রইলেন টলিউডের বিভিন্ন তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-র ছেলে তৃষাণজিৎ ওরফে 'মিশুক'-এর জন্মদিনের পার্টিতে হাজির রইলেন দেব (Dev) অঙ্কুশ হাজরা (Ankush Hazra), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), সোহম চক্রবর্তী (Soham Chakraborty) থেকে শুরু করে অন্যান্য তারকারাও।
মিশুক আর্জেন্তিনার ভক্ত। সেই দেশের জার্সি পরে হামেশাই তাঁর ছবি প্রকাশ্যে আসে। এমনকি একবার এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খোদ জানিয়েছিলেন, তাঁর বাড়ির ঠাকুরঘরে নাকি মেসির ছবি থাকে। লিওনেল মেসিকে নাকি দেবতার মতোই পুজো করেন তৃষাণজিৎ। আর মেসি-প্রেমের সেই ছোঁয়া দেখা গেল তাঁর জন্মদিনের পার্টিতেও।
জন্মদিনে হাজির রইল আর্জেন্তিনা থিমের কেক আর তার ওপরে মেসির মূর্তি। নীল সাদা সেই কেকে ছুরি চালিয়েই জন্মদিন উদযাপন করলেন প্রসেনজিৎ পুত্র। পার্টিতে শ্যাম্পেন খুলে চলে উদযাপন। মিশুকের পাশে ছিলেন মা অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee) ও বাবা প্রসেনজিৎ। দেব, সোহম, অঙ্কুশ.. সবাইকে কেক খাইয়ে দিলেন তৃষাণজিৎ।
আরও পড়ুন: Tunisha Sharma Death: মেয়ের টাকা যথেচ্ছভাবে ব্যবহার করতেন তুনিশার মা?
আর তারপরেই পার্টিতে বাজল সেই কিংবদন্তি গান, 'চিরদিনই তুমি যে আমার'। সেই গানের তালে পা মেলালেন তৃষাণজিৎ ও প্রসেনজিৎ। এমনকি ডান্স ফ্লোরে দেখা গেল অর্পিতাকেও। নাচে গানে জমে উঠল আসর।
ছেলের জন্মদিনের সকালে মিশুকের সঙ্গে ভিডিও শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, 'শুভ জন্মদিন মিশুক। অনেক, অনেক ভালোবাসা, আশীর্বাদ সবসময়ই আছে... খুব ভালো থাকিস। অনেক খুশি আর সাফল্যের শুভকামনা রইল তোর জন্য। ভগবান মঙ্গল করুন।'
সদ্য একটি নতুন সিরিজ শুরু করেছেন প্রসেনজিৎ। সেখানে ১ মিনিটে নিজের পুরনো কাজের বিভিন্ন অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়ও হয়েছে এই ছোট্ট সিরিজ। সেখানে বিভিন্ন সংলাপ, ছবির জনপ্রিয়তা, সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেতা।