(Source: ECI/ABP News/ABP Majha)
Prosenjit Chatterjee: মনোজ, রাজকুমারের সঙ্গে খোশগল্প, বলিউডই কি ঠিকানা হতে চলেছে প্রসেনজিতের?
Prosenjit Chatterjee in Jubilee: এদিন জুবিলির সহ অভিনেত্রী অদিতির পাশেই বসেছিলেন প্রসেনজিৎ। অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা হতেই তাঁকে করমর্দন করে শুভেচ্ছা জানান রাজকুমার
কলকাতা: 'জুবিলি' (Jubilee)-তে অভিনয়ের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-কে বিশেষ সম্মান। মুম্বইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত করা হল অভিনেতাকে। আর সেখানেই তিনি ক্যামেরাবন্দি হলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), রাজকুমার রাও (Rajkumar Rao), অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)-র মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার নিয়েছেন অভিনেতা।
এদিন জুবিলির সহ অভিনেত্রী অদিতির পাশেই বসেছিলেন প্রসেনজিৎ। অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা হতেই তাঁকে করমর্দন করে শুভেচ্ছা জানান রাজকুমার। অনুষ্ঠানের পরে মনোজ বাজপেয়ীর সঙ্গে খোশগল্পে মাততেও দেখা যায় অভিনেতাকে। ওটিটিকে ছকভাঙা অভিনয়ের ক্যাটেগরিতে সেরা হিসেবে মনোনীত হয়েছেন বাংলার এই প্রথম শ্রেণীর তারকা।
আপাতত বাংলা ও মুম্বইতে যাতায়াত লেগেই রয়েছে 'বুম্বা'-র। তিনি জুবিলি ওয়েবসিরিজের জন্য় দীর্ঘদিন মুম্বইতে ছিলেন। এরপরে সেই ছবির প্রচারের কাজে ব্যস্ত ছিলেন তিনি। আর তারপরে নতুন সিরিজ 'স্কুপ'-এও অভিনয় করেছেন প্রসেনজিৎ। এরপর বিভিন্ন কাজে যাতায়াত লেগেই রয়েছে অভিনেতার। আর সদ্য এই অ্যাওয়ার্ড শো-এর সৌজন্যে বলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন প্রসেনজিৎ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে প্রশ্ন করেছেন, এবার কি বলিউডেই বেশি দেখা যাবে প্রসেনজিৎকে? সেই উত্তর না পাওয়া গেলেও এটুকু বলা যায়, টলিউডেও আপাতত একাধিক কাজে দেখা যেতে চলেছে প্রসেনজিৎকে।
বিভিন্ন ছবি ও ওয়ের সিরিজ সংক্রান্ত কাজে হামেশাই এখন মুম্বইয়ে আসা যাওয়া লেগেই রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। আর তার ফাঁকেই 'দেবী চৌধুরাণী' নিয়ে পরিচালক ও ছবির অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল (Shyam Kaushal)-এর সঙ্গে দফায় দফায় আলোচনা সেরে নিচ্ছেন বুম্বাদা ওরফে পর্দার ভবানী পাঠক। পরিচালক শুভ্রজিৎ মিত্রের আগামী ছবি দেবী চৌধুরাণী-তে দেখা যাবে প্রসেনজিৎকে। এই ছবি সম্পর্কে এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে শুভ্রজিৎ বলেছিলেন, 'দীর্ঘদিন পরে এত অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে বুম্বাদাকে। মুম্বইতে অনেকটা সময়েই ওঁর সঙ্গে কাটিয়েছি। ওঁর সুবিধা-অসুবিধাগুলোও পরিচালক হিসেবে জেনে রাখা জরুরি। শুধু তাই নয়, ওঁর যে অভিজ্ঞতা আছে, তাও আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন বুম্বাদা। অন্যদিকে, একাধিক বড় ছবির অ্যাকশন পরিচালকের কাজ করেছেন শ্যামজী। ওঁর অভিজ্ঞতাও আমাদের ভীষণ কাজে লাগছে। বুম্বাদাকে বিশেষ প্রস্তুতি নিতে হবে এই ছবিটার জন্য। ইতিহাসভিত্তিক এমন ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধের দৃশ্য বাংলার পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য দীর্ঘ ভাবনা, প্রস্তুতির প্রয়োজন তো বটেই। আমাদের স্টোরি বোর্ডিংয়ের কাজও চলছে। আর সেই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন 'পাঠান' বা 'পোনিয়িন সেলভান'-এর মতো ছবির সঙ্গে যুক্ত শিল্পীরা।'
আরও পড়ুন: Castor Oil: চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?
View this post on Instagram