Prosenjit Chatterjee: একের পর এক ছবিতে 'প্রজন্ম' প্রবাহ, ফোকাসে প্রসেনজিতের ইনস্টাগ্রাম হ্যান্ডল
Tollywood: সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শেষ তিনটি ছবিতেই এখন নজর আটকে অনুরাগীদের। বর্ষীয়াণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও ছেলে তৃষাণজিতের সঙ্গে অদেখা ছবি পোস্ট বুম্বা দার।
কলকাতা: তাঁর ইনস্টাগ্রাম জুড়ে এখন প্রজন্মের পর প্রজন্ম ফ্রেমবন্দি। আজ সকাল সকাল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পরপর তিনটি ছবি পোস্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
সোশ্যাল মিডিয়ায় এমনিতে সক্রিয় 'ইন্ডাস্ট্রি' অর্থাৎ বুম্বা দা। তবে আজ পরপর তিন তিনটে ছবি পোস্ট করলেন তিনি। প্রথমে একটি সাদা-কালো ছবি। খুদে বুম্বাকে সাইকেলে চড়াচ্ছেন বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সিনেপ্রেমীদের কাছে এই ছবি 'রত্ন'। হাসিমুখে বাবা-ছেলে ক্যামেরাবন্দি বহুদিন আগের এই ছবিতে।
View this post on Instagram
পরের ছবিটিও খানিক পুরনো। তবে রঙিন। সামনে রাখা জন্মদিনের কেক। তার দিকে প্রচণ্ড মন দিয়ে তাকিয়ে আছেন পর পর তিন প্রজন্ম। একদম প্রথমে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তাঁর পিছনে নাতি তৃষাণজিৎ ও একেবারে শেষে প্রসেনজিৎ। লোভনীয় কেক দেখে সকলের সেখানেই স্থির।
View this post on Instagram
আর শেষ ছবিতে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম। পাজামা-পাঞ্জাবী পরে পোজ দিয়েছেন বাবা-ছেলে। প্রসেনজিৎ ও তৃষাণজিৎ।
View this post on Instagram
তিন প্রজন্মের তিন ধরণের ছবি পোস্ট করে একই ক্যাপশন দিয়েছেন বুম্বা দা - 'জেনারেশনস' অর্থাৎ প্রজন্ম।
আরও পড়ুন: Koneenica Banerjee: মেয়ের সঙ্গে 'জুগনু চ্যালেঞ্জ'-এ অংশ নিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়