Pushpa The Rule: শাড়ি, গা ভরা গয়নায় চমক 'পুষ্পা'-র, অল্লু অর্জুনের নতুন লুক ভাইরাল
Allu Arjun: গাঢ় নীল গায়ের রঙের মধ্যে জ্বলজ্বল করছে সিঁদুরমাখা কপাল, তাতে সবুজ, সাদা চন্দন। পরণে নাহ... অন্য কোনও পোশাক নয়, লাল ব্লাউজ দিয়ে আঁটোসাঁটো করে পরা নীল শাড়ি!
কলকাতা: প্রথম পোস্টারেই নজর কাড়লেন, কয়েক গুণ বাড়িয়ে দিলেন উৎসাহ। প্রথমে নির্মাতারা 'পুষ্পা'-র খোঁজ করতে নেমেছিলেন, আর তারপরে নিজেই ধরা দিলেন 'পুষ্পা'। সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা-দ্য রুল' (Pushpa-The Rule)-এর প্রথম লুক শেয়ার করে নিলেন অল্লু অর্জুন (Allu Arjun) খোদ।
গাঢ় নীল গায়ের রঙের মধ্যে জ্বলজ্বল করছে সিঁদুরমাখা কপাল, তাতে সবুজ, সাদা চন্দন। পরণে নাহ... অন্য কোনও পোশাক নয়, লাল ব্লাউজ দিয়ে আঁটোসাঁটো করে পরা নীল শাড়ি! হাতে চুড়ি, গয়না, গলা ঢাকা হারে। কানে ঝুমকো। সঙ্গে লেবু আর ফুলের মালাও। সোশ্যাল মিডিয়ায় 'পুষ্পা'-র এই লুক এক মুহূর্তেই ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে অল্লু অর্জুন লিখেছেন, 'পুষ্পা-দ্য রুল' শুরু হল। অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ' ঝড় তুলেছিল গোটা দেশের বক্স অফিসে। এই ছবির মুক্তির পর থেকেই দ্বিতীয় অংশের অপেক্ষায় অনুরাগীরা। 'পুষ্পা-দ্য রুল' ছবিটি 'পুষ্পা-দ্য রাইস'-এরই (Pushpa The Rise) সিক্যুয়াল। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি ছবির সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নাম।
সদ্যই একটি ভিডিও শেয়ার করেছিলেন ‘পুষ্পা’-র নির্মাতারা। ভিডিওতে ধরা পড়ল, শহর জুড়ে কেবল খোঁজ চলছে, 'পুষ্পা' কোথায়? শেষে নির্মাতারা জানালেন, এই খোঁজ শেষ হবে খুব তাড়াতাড়ি। ৭ এপ্রিল প্রকাশিত হবে পুরো ভিডিও আর সেখানেই মিলবে সমস্ত উত্তর। সেইসঙ্গে শেয়ার করে নেওয়া হয়েছে একটি ট্যাগলাইনও। যেখানে লেখা 'হান্ট বিফোর রুল' (Hunt Befire Rule)। 'পুষ্পা'-র প্রথম ভাগ গোটা বিশ্বে ৩০০ কোটিরও বেশি ব্যবসা করেছিল। অল্লু অর্জুনের নতুন এই ছবির কমেন্টবক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন টলিউড বা বলিউডের শিল্পীরা ।
৭ তারিখেই কথা মতো প্রকাশ্যে এলেন 'পুষ্পা'। আর আগামীকাল জন্মদিন অল্লু অর্জুনের। তাঁকে ঘিরে তো উন্মাদনা থাকবেই। তার আগে নতুন এই পোস্টার যেন ফের মনে করিয়ে দিল ফিরছে 'পুষ্পারাজ'। অনুরাগীদের অপেক্ষা বাড়ল নতুন ছবি মুক্তির, যার দিন এখনও অজানা ।
আরও পড়ুন: New Bengali Film: বিশ্বনাথ, খরাজ, রূপসার নতুন ছবি 'জন্নত' বলবে প্রেমের গল্প
View this post on Instagram