PVR-INOX Merger: হাত মেলাল আইনক্স-পিভিআর, নতুন কোম্পানির নাম কী হল?
শোনা যাচ্ছে, নতুন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, পিভিআরের চেয়ারম্যান অজয় বিজলিই হবেন নতুন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও কোম্পানির নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন সঞ্জীব কুমার।
নয়াদিল্লি: সংযুক্তিকরণ হল পিভিআর (PVR) এবং আইনক্সের (Inox)। রবিবার দুই কোম্পানির বোর্ড মিটিংয়ের পর এই ঘোষণা করা হল। সংযুক্তিকরণের পর নতুন কোম্পানির নাম হল পিভিআর আইনক্স লিমিটেড। আগামী দিনে এই কোম্পানির অন্তর্গত নতুন সিনেমা হল খোলা হলে তার নাম হবে পিভিআর আইনক্স। শোনা যাচ্ছে, নতুন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, পিভিআরের চেয়ারম্যান অজয় বিজলিই হবেন নতুন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও কোম্পানির নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন সঞ্জীব কুমার।
সংযুক্তিকরণের চুক্তি অনুযায়ী আইনক্স গ্রুপের চেয়ারম্যান পবন কুমার জৈন বোর্ডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে থাকতে চলেছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও সিদ্ধার্থ জৈনকে নিয়োগ করা হতে চলেছে নন এক্সিকিউটিভ নন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে। চুক্তি অনুযায়ী নতুন কোম্পানি পিভিআর আইনক্স লিমিটেডের শেয়ারের অনুপাত হবে আইনক্সের প্রতি ১০ শেয়ারে পিভিআরের শেয়ার থাকবে ৩।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, 'সংযুক্তিকরণের এখনও বেশ কিছু ধাপ বাকি রয়েছে। সেবি এবং আরও কিছু সংস্থার অনুমতি প্রয়োজন রয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত কাজগুলো শেষ করে ফেলব বলে আশা করছি।' নতুন কোম্পানির বোর্ডে ১০জন সদস্য থাকবেন। যার ৫জন থাকবেন পিভিআর থেকে আর ৫জন থাকবেন আইনক্স থেকে।
আরও পড়ুন - Kishmish Look Set: 'কিশমিশ' ছবিতে দেব-রুক্মিণীর নানা লুক তৈরির পিছনের গল্প জানেন?
প্রসঙ্গত, গত দুটো বছরেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতি চলছে। করোনা পরিস্থিতির কারণে গত দুটো বছরে একাধিক সময় হয় সিনেমা হল সম্পূর্ণ বন্ধ থেকেছে, অথবা, কোথাও ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা থেকেছে। বর্তমানেও দেশের বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ খোলা নয় সিনেমা হল। এমন পরিস্থিতিতে সিনেমার ব্যবসায় ক্ষতি হয়েছে মারাত্মক। ধুঁকছে সিনেমা হলগুলি। এই অবস্থায় দুটি বড় কোম্পানির সংযুক্তিকরণ কতটা ইতিবাচক প্রভাব ফেলে, সেটাই দেখার।