Debolina-Vikram: প্রথমবার দেবলীনা-বিক্রমের জুটি, শুরু হল তথাগতর 'রাস'-এর শ্যুটিং
Raas Shooting Starts: বর্তমানে যৌথ পরিবার প্রায় বিলিন। আর সেই যৌথ পরিবারের বন্ধনকেই ফের ফিরিয়ে আনবে নতুন এই ছবি ‘রাস’।
কলকাতা: বাংলার সংস্কৃতির একেবারে শিকড়ের গল্প বলবে তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'রাস'। এই ছবিতে প্রথমবারের জন্য জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও দেবলীনা কুমার (Deblina Kumar)। আজ থেকে শুরু হল নতুন এই ছবির শ্যুটিং। সদ্য এই ছবির একটি পোস্টার শেয়ার করে জানানো হয়েছে, নতুন বছর থেকে শুরু হল এই ছবির শ্যুটিং। যে পোস্টার শেয়ার করে নেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সমস্ত চরিত্রদেরই।
বর্তমানে যৌথ পরিবার প্রায় বিলিন। আর সেই যৌথ পরিবারের বন্ধনকেই ফের ফিরিয়ে আনবে নতুন এই ছবি ‘রাস’। এই ছবিতে রয়েছেন অনুসূয়া মজুমদার। প্রকাশ্যে এসেছে তাঁর লুক। সাদা চুলে অনুসূয়ার লুকে বেশ চমক রয়েছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় নাম রয়েছে অনির্বাণ চক্রবর্তীরও। তাঁর যে লুক প্রকাশ্যে এসেছে সেখানেও চমক রয়েছে। প্রসঙ্গত, এর আগেও তথাগতর পরিচালনায় কাজ করেছেন অনির্বাণ। ছবির গল্প আবর্তিত হয়েছে মানিকপুরের চক্রবর্তী বাড়িকে কেন্দ্র করে। বাবা বিদেশে থাকলেও মা আর সোমনাথের জীবন কাটছিল রূপকথার মতোই। গ্রামের স্কুল, পুকুর, আমগাছ, বৃষ্টিতে ফুটবল, দিদার আচার, কোলে শুয়ে দেশ বিদেশের গল্প শোনা, প্রত্যেকটা দিনই যেন সোমনাথের কাছে ছিল উৎসবের মতোই। যৌথ পরিবারে বেড়ে ওঠা এ হেন সোমনাথের সবচেয়ে কাছের মানুষ ছিলেন তাঁর দিদা। সময়ের চেয়ে অনেক গুণ এগিয়ে থাকা, স্পষ্টবক্তা, বাড়ির কর্ত্রী অলকনন্দা দেবী সোমনাথের সবচেয়ে প্রিয় বন্ধু। এছাড়াও সোমনাথের আর একজন প্রিয় বন্ধু হলেন রাই। দুজনের মধ্যেই ভীষণ ভাল সম্পর্ক, ভীষণ ভাল বন্ধুত্ব। রাই অধিকাংশ সময়টাই কাটায় এই চক্রবর্তী বাড়িতে। দিনের বেশিরভাগ সময়ই তাঁর কাটে সোমনাথের সঙ্গে। আর এই সম্পর্কে বাড়ির সবারই সায় রয়েছে। সবাই মনে করেন, রাই আর সোমনাথ রাজযোটক। তাঁদের বিয়ে হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। বাড়ির সবাই রাই আর সোমনাথের সম্পর্কে ভীষণ খুশি।
তবে গল্পের মোড় তখনই ঘুরে যায়, যখন সোমনাথের মা মারা যান। এক মুহূর্তে বদলে যায় সোমনাথের গোটা জীবনটাই। সোমনাথের মা মারা যান বাড়িতেই। ফিরে এসে সোমনাথের বাবা তার পরিবারকে দায়ী করতে থাকে যে কেন তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না। সোমনাথকে নিয়ে চলে যায় তার বাবা। আর কখনও ফিরে আসে না। এরপরে সোমনাথকে যখন দেখা যায়, তখন তার বছর ৩০ বয়স। বাবার বন্ধুর মেয়ে সাঁঝকে বিয়ে করার কথা তার। কিন্তু হঠাৎ ছেলেবেলার মানিকপুরে এসে কীভাবে বদলে যায় তার জীবন, সেই গল্পই বলবে, ‘রাস’।
সোশ্যাল মিডিয়ায় তথাগত লিখেছেন, 'বাড়ি ফেরা মানে তো কোনো ইট,সিমেন্ট লোহার কাঠামোতে ফেরা নয়, মানুষের কাছে ফেরা। আজ পয়লা জানুয়ারী সেই মানুষের কাছে ফেরার গল্প "রাস" এর শুটিং শুরু হোলো।সেই উপলক্ষে রইল "রাস- হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প" এর প্রথম পোস্টার। নতুন বছর আপনাদের শুভ হোক।'
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।