Raghav and Parineeti: দিল্লিতেই প্রেমের পরিণতি, শনিবারই দুই পরিবারের উপস্থিতিতে আংটিবদল সারবেন রাঘব-পরিণীতি
Raghav and Parineeti Marriage: দলীয় সূত্রে খবর, আগামী ১৩ মে, শনিবার আংটিবদল সারবেন আম আদমি পার্টির সাংসদ ও বলিউড অভিনেত্রী।
নয়াদিল্লি: আংটিবদলের খবরে অবশেষে শিলমোহর। চলতি সপ্তাহের শেষের দিকেই দিল্লিতে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এক হবেন রাঘব চড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। দলীয় সূত্রে খবর, আগামী ১৩ মে, শনিবার আংটিবদল সারবেন আম আদমি পার্টির সাংসদ ও বলিউড অভিনেত্রী।
বিনোদন থেকে শুরু করে রাজনীতির জগত, সমস্ত অনুরাগীরাই এখন ওয়াকিবহাল তাঁদের প্রেম নিয়ে। আম আদমি পার্টির বয়সে সবচেয়ে ছোট সাংসদ রাঘব। অন্যদিকে পরিণীতি বলিউড অভিনেত্রী, প্রিয়ঙ্কা চোপড়ার বোন। রাঘব ও পরিণীতির প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, প্রথম মুম্বইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার পরে। সেই সময় থেকে অবশ্য এখনও পর্যন্ত সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এই দুই তারকা। তবে জানা গিয়েছিল, রাঘব ও পরিণীতি দীর্ঘদিনের বন্ধুত্ব। আর এর পরেই বার বার সামনে এসেছে বিভিন্ন ঘটনা। কখনও পরিণীতি পাড়ি দিয়েছেন দিল্লি আর তাঁকে নিতে বিমানবন্দরে উপস্থিত থেকেছেন রাঘব। কখনও আবার রাঘব আর পরিণীতি একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন মায়ানগরীতে অথবা খেলা দেখার সময়, স্টেডিয়ামে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যেই নাকি আংটিবদলের দিন পাকা করে ফেলেছেন চড্ডা ও চোপড়া পরিবার। আগামী ১৩ মে, দিল্লিতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও দুই পরিবারের উপস্থিতিতে আংটিবদল সারবেন তাঁরা। ১৫০ জন মত অতিথি উপস্থিত থাকার কথা এই অনুষ্ঠানে। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন পরিণীতি। লাল পোশাকে বিমানবন্দরে ক্যামেরাবন্দিও হয়েছেন তিনি। পাশে অবশ্যই ছিলেন রাঘব। আর সেখানেই পাপারাৎজিরা তাঁদের প্রশ্ন করে বসেন, 'বিয়েতে আমাদের আমন্ত্রণ থাকছে তো?' অনেকে আবার তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন। তবে এই সমস্ত প্রশ্নের উত্তরে এখনও মুখে কুলুপ রাঘব-পরিণীতির। কেবল হাসিই ফিরিয়ে দিয়েছেন এই দুই তারকা। দলীয় সূত্রে তাঁদের আংটিবদলের যে দিন প্রকাশ্যে এসেছে, সেদিনই মিলবে উত্তর।
আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?
আরও পড়ুন: Skin Care Tips: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ
Aam Aadmi Party leader Raghav Chadha and actor Parineeti Chopra will get engaged on May 13: Party sources. The ceremony will be held in Delhi and will be attended by around 150 guests, including family and close friends
— Press Trust of India (@PTI_News) May 9, 2023