Rahul-Preeti: প্রথমবার একরত্তির ছবি প্রকাশ্যে আনলেন রাহুল-প্রীতি, কেমন দেখতে হল কন্যাসন্তানকে?
Rahul Mazumdar and Prity Biswas: ছবিতে একটি সবুজ গাউন পরেছেন প্রীতি। সাদা কালো শার্ট আর প্যান্ট পরেছেন রাহুল। রাহুলের কোলে রঙিন কমফোর্টারে মোড়া একরত্তি
কলকাতা: সদ্যই সন্তানের বাবা হয়েছেন তিনি। আর এই প্রথমবার, কন্যার ছবি সামনে আনলেন অভিনেতা রাহুল মজুমদার (Rahul Mazumdar)। মা হয়েছেন প্রীতি বিশ্বাস (Preeti Biswas)। এই প্রথম সোশ্যাল মিডিয়ায় একরত্তির ছবি ভাগ করে নিয়েছেন রাহুল। তবে ছবি প্রকাশ্যে আনলেও মেয়ের মুখ দেখালেন না রাহুল আর প্রীতি। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন প্রীতি। আর তাঁকে আগমন জানানোর জন্যই সাজানো হয়েছিল গোটা বাড়ি। লেখা হয়েছিল, 'ওয়েলকাম প্রিন্সেস'। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে রাহুল লিখেছেন, 'সুস্বাগত রাজকুমারী'।
ছবিতে একটি সবুজ গাউন পরেছেন প্রীতি। সাদা কালো শার্ট আর প্যান্ট পরেছেন রাহুল। রাহুলের কোলে রঙিন কমফোর্টারে মোড়া একরত্তি। কোলে একরত্তিকে নিয়ে ছবি শেয়ার করতেই তা ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। প্রীতি আর রাহুলের এই ছবিতে ভালবাসা উপচে দিয়েছেন অনুরাগীরা। সবাই শুভেচ্ছা জানিয়েছেন রাহুল আর প্রীতিকে। বাড়িতে এসেছে একরত্তি, আর এখন তাঁকে ঘিরেই বাড়িতে উৎসবের পরিবেশ। নতুন অধ্যায় শুরু হল রাহুল আর প্রীতির জীবনে।
সন্তানের খবর জানাতে, সোশ্যাল মিডিয়ায় নিজেরাই একটি ছবি পোস্ট করেছিলেন শেয়ার করে নিয়েছেন রাহুল ও প্রীতি। তবে, সেই সময়েও সদ্যোজাতের ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। রাহুল লিখেছিলেন, 'আমাদের পরিবারে কন্যাসন্তান এসেছে। আমাদের হৃদয় ভালবাসায় পরিপূর্ণ। বাবা ও মা হিসেবে জীবনের একটা নতুন সফরে প্রবেশ করতে চলেছি।' এরপরে তাঁরা শেয়ার করে নিয়েছেন সন্তানের জন্মের দিন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন প্রীতি। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলেই খবর। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাহুল।
২০২০ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাহুল আর প্রীতি। কয়েকমাস আগে অবশ্য জল্পনা শোনা যাচ্ছিল তাঁদের সম্পর্কে ভাঙনের। তবে সেই সমস্ত জল্পনা উড়িয়েই রাহুল আর প্রীতি খবর দেন তাঁরা বাবা-মা হতে চলেছেন। অপেক্ষায় দিন গুনছিলেন এই দম্পতি। শহর জুড়ে প্রতিবাদের দিতে প্রীতির ঘর আলো করে এসেছে কন্যাসন্তান।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।