Raj Chakraborty: ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাজের নতুন সিনেমা 'হোক কলরব', অভিনয়ে শাশ্বত, প্রযোজনায় শুভশ্রী
Hok Kolorob: এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এর আগে রাজ ও শাশ্বত 'আবার প্রলয়'-এ একসঙ্গে কাজ করেছিলে

কলকাতা: গণেশ পুজোর দিনই ঘোষণা হল রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র নতুন সিনেমার। আসছে নতুন সিনেমা, 'হোক কলরব'। অভিনয়ে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। প্রযোজনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এছাড়াও অভিনয় করছেন, ওম সাহানি (Om Sahani), রোহন (Rohaan), জন ভট্টাচার্য (John Bhattacharya), অভিকা মালাকার ও অন্যান্যরা। এই ছবির নাম মনে করিয়ে দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে সংগঠিত হওয়া এক আন্দোলনকে। এই ছবির প্রেক্ষাপট ও অবশ্য ছাত্র রাজনীতিই।
এখনও পর্যন্ত এই সিনেমার ওয়ার্কশপ চলছে, শুরু হয়নি শ্যুটিং। কাকে কোন ভূমিকায় দেখা যাবে, তা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। রাজের মতে, ছাত্ররাই সমাজের ভবিষ্যৎ। তবে কখনও কখনও রাজনীতি নিয়ে তাঁদের ও প্রশাসনের মধ্যে কিছু জটিলতা তৈরি হয়। অনেক সময়েই প্রশাসনের সঙ্গে ছাত্রদের মত মেলে না। সেইরকম একটা পরিস্থিতিই ফুটে উঠবে 'হোক কলরব' সিনেমায়। ছাত্রদের মনে এই সময়ে একদিকে যেমন আগ্রাসন থাকে, তেমনই এই সময়ে গড়ে ওঠে দায়িত্ববোধ। অদ্ভুত এই দোটানাকেই তুলে ধরা হবে সিনেমায়।
এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এর আগে রাজ ও শাশ্বত 'আবার প্রলয়'-এ একসঙ্গে কাজ করেছিলেন। দর্শকদের ভীষণ পছন্দ হয়েছিল এই সিনেমা। তবে 'হোক কলরব'-এ শাশ্বতকে কেমন চরিত্রে দেখা যাবে তা অবশ্য এখনও বলতে নারাজ শাশ্বত। এই ছবিতে ৪০ থেকে ৫০ জন নতুন মুখ কাজ করছেন বলে জানিয়েছেন রাজ। প্রথমে পরিকল্পনা ছিল চলতি বছরের শেষে, বড়দিনে এই সিনেমাটিকে বড়পর্দায় নিয়ে আসার। তবে বড়দিনে বেশ কয়েকটি ছবি মুক্তি পাওয়ার কথা হয়ে রয়েছে ইতিমধ্যেই। সেই কারণে রাজ প্রাথমিকভাবে ঠিক করেছেন, পরের বছরের প্রথম দিকেই, ২৩ জানুয়ারি এই সিনেমা বড়পর্দায় নিয়ে আসবেন।
পরিচালনার পাশাপাশি, রাজের রাজনৈতিক পরিচয় ও রয়েছে। তিনি তৃণমূলের বিধায়ক। সেই জায়গায় দাঁড়িয়ে এবার রাজনীতির ছোঁয়া লাগা গল্প বলতে চলেছেন রাজ। তবে তাঁর মতে, তিনি যখন সিনেমা বানান, কেবলমাত্র একটি দলের কথা বলেন না। তিনি শৈল্পিক সত্ত্বা থেকে সিনেমাটিকে দেখেন। সমস্ত দর্শকদের জন্যই ছবিটা বানাতে চান তিনি। সেখানে বিশেষ কোনও দর্শকদের বা কোনও বিশেষ দলের কথা থাকে না। সমস্ত মানুষ যাতে নিজের সঙ্গে মিলিয়ে ফেলতে পারেন সিনেমাকে, সেটাই থাকে উদ্দেশ্য। খুব তাড়াতাড়িই শুরু হবে এই ছবির শ্যুটিং।
View this post on Instagram



















