(Source: ECI/ABP News/ABP Majha)
Raj on Rudranil's birthday: নিজের বিধানসভা এলাকা থেকে রুদ্রনীলের জন্য বউ খুঁজে আনবেন রাজ! ইঙ্গিত ভিডিওতে
বন্ধুর জন্মদিনে তাঁকে ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন বন্ধুরা। কিন্তু একাধিক বন্ধুর পোস্টে রইল একই ইঙ্গিত! জন্মদিনে রুদ্রনীল ঘোষের বিয়ের খবর নিয়ে সরগরম রইল নেটপাড়া!
কলকাতা: বন্ধুর জন্মদিনে তাঁকে ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন বন্ধুরা। কিন্তু একাধিক বন্ধুর পোস্টে রইল একই ইঙ্গিত! জন্মদিনে রুদ্রনীল ঘোষের বিয়ের খবর নিয়ে সরগরম রইল নেটপাড়া!
আজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রাজ। সেখানে দেখা যাচ্ছে একসঙ্গে বসে গল্প করছেন রুদ্রনীল, রাজ চক্রবর্তীর মা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ও খোদ বিধায়ক। রুদ্রনীল রাজের মাকে জড়িয়ে ধরে আদর করছেন। রাজের মা পরম স্নেহে বলছেন, 'সবাই বিয়ে করব, এ আর বিয়ে করল না!' এরপর রাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'তুই না নেতা মানুষ, তুই ওকে বউ খুঁজে দিতে পারিস না!' হাসতে হাসতে রুদ্রনীল উত্তর দেন, 'ওর বিধানসভা এলাকা থেকে খুঁজে এনে দেবে?' হাসতে হাসতে শুভশ্রী বলে ওঠেন, 'রুডির বউ চাই, বউ দাও।' পাশ থেকে হেসে ওঠে ইউভান। কথায় কথায় একরত্তিকে সিনেমায় অভিনয় করার কথাও বলে ওঠেন রুদ্রনীল।
আজ সকালে রুদ্রনীলের জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেন পরিচালক রানা সরকার। সেই ছোট্ট ভিডিওতে দেখা যায়, রুদ্রনীল বলছেন, 'সেপ্টেম্বরেই বিয়ে করব, পাত্রী খোঁজা আছে।'
রাণার পোস্ট করা এই ভিডিওতে মজার কমেন্ট করেছেন টলিউডের একাধিক তারকা। মিথিলা লিখেছেন, 'কোন বছরের সেপ্টেম্বর জানা গেলে ভালো হত। সত্যিই কী বিয়ে করছেন অভিনেতা? সেই উত্তর অবশ্য অজানা।
বাস্তবে নেমারের ভক্ত, জিমন্যাস্টিকেই পরিচালকদের মন জয় করেছিলেন 'ফড়িং' খেয়ালী
অন্যদিকে, কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন রুদ্রনীল। সেখানে দেখা যাচ্ছে, নিজের বাড়ির ব্যালকনিতে বসে রয়েছেন তিনি। তাঁর হাতের ওপর বসে রয়েছে একটি পায়রা। খাবার নিয়ে রুদ্রনীল নিজের ঠোঁটে ধরছেন, আর সেখান থেকেই খাবার টেনে নিচ্ছে পায়রাটি। নিজের হাতে করেও তাঁকে খাবার খাইয়ে দিচ্ছেন রুদ্রনীল। ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা গেল, 'হ্যাপি বার্থডে টু মি। এই জন্মদিনটা কোভিড স্পেশাল জন্মদিন। বন্ধুবান্ধব নেই। একজন বন্ধুই এসেছে যার সঙ্গে খাওয়াদাওয়া চলছে। আগে এই দিনটায় বন্ধুবান্ধব আসত, ঘরে গিটার বাজত। এখন গিটারের জায়গায় প্যারাসিটামল, কাফ সিরাপ আর থার্মোমিটার আছে। সবাই সুস্থ থাকবেন, মাস্ক ব্যবহার করবেন। যাঁরা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে ধন্য়বাদ। আমার সমস্ত শুভাকাঙ্খী যাঁরা আমার অসুস্থতার খবর শুনে আমার খোঁজ নিয়েছেন তাঁদেরও ধন্যবাদ। হয়ত এই দিল দুনিয়ায় সবচেয়ে বড় ভ্যাকসিন মানুষের ভালোবাসা।'