Raj Subhasree: 'তুমি না থাকলে..' শুভশ্রীর ছবি শেয়ার করে প্রেমের অকপট স্বীকারোক্তি রাজের
Raj Subhasree on Social Media: সোশ্যাল মিডিয়ায় হামেশাই নজর কাড়ে রাজ-শুভশ্রীর সম্পর্কের রসায়ন। অভিনেত্রী-পরিচালকের এই জুটি টলিউডে কেবল জনপ্রিয়ই নয়, চর্চিতও
কলকাতা: সাদা পোশাকে ঝলমল করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) । সোশ্যাল মিডিয়ায় বিসমিল্লা (Bishmillah)-র প্রিমিয়ারের এই ছবি আগেই শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী । আর এবার সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে দু'কলি গানের লাইন লিখলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ।
সোশ্যাল মিডিয়ায় হামেশাই নজর কাড়ে রাজ-শুভশ্রীর সম্পর্কের রসায়ন । অভিনেত্রী-পরিচালকের এই জুটি টলিউডে কেবল জনপ্রিয়ই নয়, চর্চিতও । বিয়ের বেশ কয়েক বছর গড়িয়ে গেলেও এখনও যেন একে অপরের প্রেমে হাবুডুবু রাজ-শুভশ্রী । এখন দম্পতির জীবনে এসেছে একরত্তি ইউভান (Yuvaan) । সেও সোশ্যাল মিডিয়ার নয়নের মণি । সোশ্যাল মিডিয়ায় হামেশাই খুদের বিভিন্ন কীর্তিকলাপের ছবি-ভিডিও শেয়ার করে নেন বাবা-মা । কিন্তু একে অপরেও ছবিতেও প্রেম নিবেদনে খামতি নেই এই জুটির ।
সদ্য সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর একটি ছবি শেয়ার করে নিয়েছেন রাজ । ক্যাপশানে তিনি লিখেছেন, "তুমি না থাকলে সকালটা এতও মিষ্টি হতো না / তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না"। অনুরাগীরাও রাজের এই অকপট প্রেমের নিবেদনকে ভালোবাসা জানিয়েছেন ।
আরও পড়ুন: Ishaa Saha Exclusive: 'উড়ালপুল ভাঙার দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে শিউরে উঠেছি বার বার'
সদ্য মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর নতুন ছবি 'ধর্মযুদ্ধ' (Dharmajuddha) । এই ছবির অন্যতম মুখ্যভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় । সদ্য মুক্তি পেয়েছে শুভশ্রীর অপর ছবি 'বিসমিল্লা'। সেই ছবিতে প্রথমবার ঋদ্ধি সেন (Riddhi Sen)-এর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি ।
View this post on Instagram