(Source: ECI/ABP News/ABP Majha)
Rajkummar Patralekha Marriage: রাজকুমার রাও-পত্রলেখার রূপকথার মতো বিয়ের ভিডিও চোখে জল এনে দিল অনুরাগীদের
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিয়ের একটি ভিডিও শেয়ার করেছেন 'স্ত্রী' অভিনেতা রাজকমার রাও। আর সেই ভিডিও দেখেই ফারহা খানের মতো তারকাদের চোখে জল এসে গিয়েছে। ফারহা খান লিখেছেন, 'ফের কাঁদিয়ে দিল'।
মুম্বই: এগারো বছর একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkumar Rao) এবং পত্রলেখা পাল (Patralekha Paul)। একসঙ্গে ছবিও করেছেন। 'সিটিলাইটস' ছবিতে জুটি বেঁধে দেখা গিয়েছিল তাঁদের। অবশেষে তাঁদের প্রেম, ভালোবাসা বিয়ের পূর্ণতা পেল। এগারো বছরের ভালোবাসার সঙ্গীকে জীবনসঙ্গী করে নিলেন তাঁরা। চণ্ডীগড়ের বিলাসবহুল ভিলায় বসেছিল রাজকুমার রাও এবং পত্রলেখার রূপকথার মতো বিয়ের আসর। সেখানেই তাঁদের চার হাত এক হয়। সাত পাকে বাধা পড়েন বলিউডের দুই তারকা। বিয়ের পর ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের ছবি পোস্ট করতেই শুভেচ্ছায় ভেসেছেন তাঁরা। সম্প্রতি রাজকুমার রাও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যা দেখে আবেগে চোখে জল এসে গিয়েছে অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকাদের।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিয়ের একটি ভিডিও শেয়ার করেছেন 'স্ত্রী' অভিনেতা রাজকমার রাও। আর সেই ভিডিও দেখেই ফারহা খানের মতো তারকাদের চোখে জল এসে গিয়েছে। ভিডিওর কমেন্টে গিয়ে ফারহা খান লিখেছেন, 'ফের কাঁদিয়ে দিল'। এছাড়াও, কৃতী শ্যানন, রকুলপ্রীত সিংহ এবং বলিউডের অন্যান্য তারকারাও রাজকুমার রাওয়ের পোস্ট করা ভিডিও দেখে আবেগ ধরে রাখতে পারেননি। যার বহিঃপ্রকাশ তাঁরা কমেন্ট বক্সে করেছেন।
আরও পড়ুন - Amitabh on Instagram: চটজলদি আবেগের নানা অভিব্যক্তি প্রকাশ করে ভাইরাল অমিতাভ বচ্চন
চণ্ডীগড়ের বিলাসবহুল ভিলাতে বসেছিল রাজকুমার রাও এবং পত্রলেখার রূপকথার মতো বিয়ের আসর। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিও পোস্ট করে রাজকুমার রাও লিখেছেন, 'সত্যি কথা বলতে কি, দেখতে দেখতে আমাদের সম্পর্ক দশ বছরেরও বেশি সময় ধরে রয়েছে। কিন্তু আজও আমার মনে হয়, এই তো সবে আমরা ডেটিং করা শুরু করলাম। আমরা একে অপরের সঙ্গ খুবই ভালোবাসি। তাই আমরা একে অপরকে নিজেদের আত্মার সঙ্গী বলে থাকি। আর এটা আমি নিজেও খুব বিশ্বাস করি। পত্রলেখার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। অনেক অনেক ধন্যবাদ আমার স্ত্রী হওয়ার জন্য।'
রাজকুমারের মতো পত্রলেখাও আবেগঘনভাবে নিজের জীবনসঙ্গীকে বলেন, 'রাজ, এগারো বছর হয়ে গিয়েছে আমরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছি। কিন্তু আমি অনুভব করি, তোমার সঙ্গে আমার সম্পর্ক সারা জীবনের। আর এটা শুধু এক জীবনের জন্য যেন নয়। অনেক অনেক জীবন ধরে আমরা একে অপরের সঙ্গী হয়ে আসছি।' বিয়ের সময় এভাবেই রাজকুমার রাও এবং পত্রলেখা দুজন দুজনকে মনের কথা ভালোবাসার কথা প্রকাশ করেন।