Comedian Raju Srivastava: স্বাস্থ্যের অবনতি হাস্যকৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের, দেওয়া হল ভেন্টিলেশনে
Comedian Raju Srivastava: বিভিন্ন সূত্র অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে, তাতে জানা যাচ্ছে, দক্ষিণ দিল্লির জিমে ট্রেডমিলে ওয়ার্কআউট করছিলেন রাজু শ্রীবাস্তব। জিম চলাকালীনই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন।
মুম্বই: অবস্থার অবনতি হাস্যকৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastava) -এর। গতকাল অর্থাৎ ১০ অগাস্ট, বুধবার জিম (Gym) করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। আজ তাঁকে স্থানান্তরিত করতে হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অবস্থার অবনতি হয়েছে তাঁর।
বিভিন্ন সূত্র অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে, তাতে জানা যাচ্ছে, দক্ষিণ দিল্লির জিমে ট্রেডমিলে ওয়ার্কআউট করছিলেন রাজু শ্রীবাস্তব। জিম চলাকালীনই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা অনুভবের পরই তিনি অজ্ঞান হয়ে যান। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসার জন্য তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে তাঁর স্বাস্থ্যের অবনতিও হয়েছে।
আরও পড়ুন: Bhotbhoti: 'সন্ধ্যায় কোনও শো নেই', মুক্তি পেলেও বন্ধ রইল তথাগত-বিবৃতির 'ভটভটি'-র প্রিমিয়ার
হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার কিছুক্ষণ আগেই সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ভিডিও পোস্ট করেছিলেন রাজু শ্রীবাস্তব। তাঁকে তাঁর চিরাচরিত কায়দায় বলিউডের একাধিক তারকাকে মিমিক্রি করতে দেখা যায়। বিনোদ খন্না থেকে শশী কপূর এবং আরও অনেক তারকাকে মিমিক্রি করে ভিডিও পোস্ট করেন। তারপরই আচমকা জিম করাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তাঁরা।
#UPDATE | Comedian Raju Srivastava is on ventilator at AIIMS Delhi, he is responding to clinical treatment: Sources
— ANI (@ANI) August 11, 2022
He was admitted here yesterday after he experienced chest pain and collapsed while working out at the gym. He underwent angioplasty later.
(File photo) pic.twitter.com/52YIqQVom0
একাধিক জনপ্রিয় লাফটার শো জিতেছেন রাজু শ্রীবাস্তব। তাঁর জনপ্রিয়তাও নজরকাড়া। তবে, শুধু স্ট্যান্ডআপ কমেডিই নয়, রাজু শ্রীবাস্তব অভিনয়ও করেছেন বেশ কিছু ছবিতে। 'জার্নি বম্বে টু গোয়া', 'আমদানি আঠান্না খরচা রুপাইয়া' এবং আরও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। 'বিগ বস'-এও প্রতিযোগী হিসেবে আসেন তিনি। কিছুদিন আগেই এক লাফটার শো-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও সারাক্ষণ সক্রিয় থাকেন। নিজের ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা সময়ে ভিডিও পোস্ট করেন। তাঁর অসুস্থতায় উদ্বিগ্ন অনুরাগীরা। পর-পর তারকাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে প্রশ্ন উঠছে তাঁদের শরীরচর্চার নিয়মে।