Bhotbhoti: 'সন্ধ্যায় কোনও শো নেই', মুক্তি পেলেও বন্ধ রইল তথাগত-বিবৃতির 'ভটভটি'-র প্রিমিয়ার
Bhotbhoti Premier Stopeed: আজই মুক্তি পাচ্ছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত 'ভটভটি'। গতকাল সন্ধেয় তথাগত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, এই ছবির কোনও প্রিমিয়ার আয়োজন করা সম্ভব হয়নি
কলকাতা: মুষ্টিমেয় শো, কোনও শো-ই সন্ধেবেলা নয়, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নতুন ছবি নিয়ে সরব হয়েছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tothagata Mukherjee), নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee), নায়ক ঋষভ বসু (Rishav Basu), অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutt)-রা। সোশ্যাল মিডিয়ায় গতকালই শো না পাওয়া নিয়ে পোস্ট করেছিলেন অভিনেতা অভিনেত্রীরা।
View this post on Instagram
আজই মুক্তি পাচ্ছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত 'ভটভটি' (Bhotbhoti)। গতকাল সন্ধেয় তথাগত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, এই ছবির কোনও প্রিমিয়ার আয়োজন করা সম্ভব হয়নি। কারণ হিসেবে তথাগত তুলে ধরে শো -এর সময়কে। 'ভটভটি' কোনও সন্ধের শো পায়নি। আর তাই, সমস্ত অভিনেতা অভিনেত্রী উপস্থিত থাকবেন এমনটা হওয়াও সম্ভব নয়। সেইজন্যই কোনও প্রিমিয়ার হচ্ছে না 'ভটভটি'-র।
আরও পড়ুন: Sunil Shetty: দেব-মনামী-রুক্মিণীর সঙ্গে সুনীল শেট্টি! ছোটদের সঙ্গে পা মেলালেন নাচের তালে
ছবি মুক্তির আগে বা প্রথমদিনে প্রিমিয়ার করার রীতি চালু রয়েছে টলিউড থেকে শুরু করে বলিউড.. সমস্ত ইন্ডাস্ট্রিতেই। প্রায় সমস্ত তারকারাই জড়ো হন ছবি দেখতে। এই বিশেষ স্ক্রিনিংকে বলা হয় প্রিমিয়ার। সাধারণত প্রিমিয়ারের আয়োজন করা হয় সন্ধেবেলা। কিন্তু সন্ধের কোনও শো নেই 'ভটভটি'-র। সব শো-ই সকালে বা দুপুরের দিকে। কলকাতা ও পশ্চিমবঙ্গ মিলিয়ে মাত্র ২২টি শো পেয়েছে ভটভটি।
View this post on Instagram