Amar Boss Shooting: প্রথমবার শ্রাবন্তী-শিবপ্রসাদের জুটি, নতুন ছবির জন্য আজ কলকাতায় আসছেন রাখী গুলজার
Rakhi Gulzar: এই ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে
কলকাতা: আগামী শুক্রবার থেকে শ্যুটিং শুরু হচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত ও প্রযোজিত ছবি 'আমার বস্' (Amar Boss) ছবির শ্যুটিং। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন ধরে বাংলায় কাজ করবেন রাখী গুলজার (Rakhi Gulzar)। আজ, তাঁকে বাংলায় নিয়ে আসতে ইতিমধ্যেই মুম্বই চলে গিয়েছেন পরিচালক।
এই ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)-কে। ছবিতে বাকি চরিত্রে কাদের দেখা যাবে, সেই কথা এখনও প্রকাশ্যে আনেননি প্রযোজক-সংস্থা। কলকাতা ও তার আশেপাশেই হবে ছবির শ্যুটিং। এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, 'উইন্ডোজ' (Windows)-এর সমস্ত কাজই নাকি মুম্বইতে বসেও দেখেন রাখি গুলজার। বিভিন্ন কাজের মধ্যে তাঁর সবচেয়ে প্রিয় 'হামি'।
অন্যদিকে বাংলা ছবিতে 'শুভ মহরত' বা 'নির্বাণ'-এর মতো ছবিতে কাজ করে প্রশংসা পেয়েছিলেন রাখী গুলজার। দীর্ঘদিন পরে বাংলায় ফিরছেন তিনি। দর্শকেরা আশা করছেন, তাঁর কাজ থেকে নতুন গল্প উপহার পাবেন। অন্যদিকে এই প্রথম 'উইন্ডোজ'-এর সঙ্গে কাজ করছেন শ্রাবন্তী। ফলে এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা রয়েছে।
অন্যদিকে, কয়েকদিন আগেই 'রক্তবীজ' (Roktobeej) ছবিটি ৭৫দিন পার করেছে। পুজোয় প্রথম থ্রিলার ঘরানায় পা রেখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। 'রক্তবীজ' (Roktobeej) তৈরি হয়েছে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা নিয়ে। আর এই ছবিতে, দুই পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে।
'রক্তবীজ' থ্রিলার হলেও, পুরুষকেন্দ্রিক নয়। সেখানে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছেন এক নারীও। আর এই ছবি নেপথ্যে রয়েছেন তিন নারী। পরিচালকের আসনের গুরুদায়িত্বে রয়েছেন নন্দিতা। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী ও জিনিয়া। তাঁদের কলমেই তৈরি হয়েছে বড়পর্দায় জমাটি এক থ্রিলার। ইতিমধ্যেই, পরিচালক-প্রযোজকেরা জানাচ্ছেন, দর্শকদের এই ছবি নিয়ে উচ্ছ্বাসের কথা। পুজোর পরেও হল ভরিয়ে এই থ্রিলার দেখেছেন দর্শকেরা।
View this post on Instagram
আরও পড়ুন: Puja-Satyam: ওয়েব সিরিজে সত্যম-পূজার প্রথম জুটি বলবে এক 'নাইট কুইন'-এর গল্প
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।